একটি ত্রিভুজের প্রতিটি বাহু যখন বর্ধিত করা হয়, তখন প্রতিটি কোণে একটি করে বহিঃস্থ কোণ সৃষ্টি হয়। এ বহিঃস্থ কোণগুলো একত্রে একটি পূর্ণ কোণ তৈরি করে, তাই মোট পরিমাণ হয় ৩৬০ ডিগ্রী।
• প্রতিটি শীর্ষে গঠিত বহিঃস্থ কোণ আসলে একটি সরলরেখার অংশ, যার মাপ অভ্যন্তরীণ কোণের সম্পূরক।
• তিনটি শীর্ষে তিনটি বহিঃস্থ কোণ মিলিয়ে একটি সম্পূর্ণ ঘূর্ণন বা পূর্ণবৃত্ত গঠিত হয়।
• পূর্ণবৃত্তের পরিমাপ সর্বদা ৩৬০ ডিগ্রী, তাই ত্রিভুজের বাহু বর্ধিত করলে উৎপন্ন মোট বহিঃস্থ কোণও একই হবে।
• ত্রিভুজের আকার বা কোণের মান যাই হোক না কেন, এই নিয়ম পরিবর্তিত হয় না।
তাই সঠিক উত্তর ৩৬০ ডিগ্রী—এটাই সর্বজনস্বীকৃত জ্যামিতিক সত্য।
একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
A
১৫০ ডিগ্রী
B
১৮০ ডিগ্রী
C
২৭০ ডিগ্রী
D
৩৬০ ডিগ্রী
উত্তরের বিবরণ
0
Updated: 10 hours ago
Related MCQ
|x-5| ≤ 4 হলে, নিচের যে ব্যবধি সত্য তা হলো-
Created: 2 weeks ago
A
x ∈ (1,9)
B
x ∈ [1,9)
C
x ∈ (1,9]
D
x ∈ [1,9]
প্রশ্নঃ |x - 5| ≤ 4 হলে, নিচের যে ব্যবধি সত্য তা হলো-
সমাধানঃ
|x - 5| ≤ 4
⇒ -4 ≤ x - 5 ≤ 4
উভয় পাশে 5 যোগ করলে,
⇒ -4 + 5 ≤ x ≤ 4 + 5
⇒ 1 ≤ x ≤ 9
অতএব, x এর মানের পরিসর হবে [1, 9]
উত্তরঃ ঘ) x ∈ [1,9]
0
Updated: 2 weeks ago
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত-
Created: 2 weeks ago
A
3 : 4
B
1 : 2
C
3 : 5
D
2 : 1
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ৩/৪ অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় কর।
সমাধানঃ
ধরা যাক, অপর দুই বাহু যথাক্রমে ( x ) মিটার এবং ( \frac{3x}{4} ) মিটার।
অতিভুজ = ২৫ মিটার।
পাইথাগোরাসের সূত্র অনুযায়ী,
অতিভুজ² = প্রথম বাহু² + দ্বিতীয় বাহু²
অতএব,
( 25² = x² + \left(\frac{3x}{4}\right)² )
⇒ ( 625 = x² + \frac{9x²}{16} )
⇒ ( 625 = \frac{16x² + 9x²}{16} )
⇒ ( 625 = \frac{25x²}{16} )
⇒ ( x² = \frac{625×16}{25} )
⇒ ( x² = 400 )
⇒ ( x = 20 )
অতএব, অপর দুটি বাহু হলো ২০ মিটার এবং ( \frac{3×20}{4} = ১৫ ) মিটার।
সুতরাং, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত = ১৫ : ২০ = ৩ : ৪
উত্তরঃ ক) ৩ : ৪
0
Updated: 2 weeks ago
বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
Created: 2 months ago
A
৯৪০ টাকা
B
৯৬০ টাকা
C
৯৬৮ টাকা
D
৯৮০ টাকা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
সমাধান:
এখানে,
মূলধন, p = ৮০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, c = p(১ + r)n
= ৮০০(১ + ১০/১০০)২
= ৮০০ × (১১০/১০০)২
= ৯৬৮ টাকা
0
Updated: 2 months ago