চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
A
20%
B
14%
C
13.04%
D
12.04%
উত্তরের বিবরণ
মনে করি চিনির আগের মূল্য = ১০০ টাকা
১৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা
১১৫ টাকাতে খরচ কমাতে হবে = ১৫ টাকা
১ '' '' '' '' '' '' '' = ১৫/১১৫ ''
১০০ '' '' '' '' '' '' '' = (১৫×১০০)/১১৫ = ১৩.০৪ টাকা
0
Updated: 10 hours ago
Created: 1 month ago
A
log3
B
log5
C
log7
D
log2
0
Updated: 1 month ago
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং অতিভুজ ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
Created: 1 day ago
A
১০
B
২০
C
৩০
D
৪০
সমাধান:
অতিভুজ = ১৩
ভূমি = ১২
সমকোণী ত্রিভুজে,
অতিভুজ² = ভূমি² + লম্ব²
১৩² = ১২² + লম্ব²
১৬৯ = ১৪৪ + লম্ব²
লম্ব² = ১৬৯ − ১৪৪ = ২৫
লম্ব = ৫
ক্ষেত্রফল = ½ × ভূমি × লম্ব
= ½ × ১২ × ৫
= ৩০
উত্তর: ৩০ বর্গমিটার
0
Updated: 1 day ago
৫ + ৯ + ১৩ + ১৭ + ...... ধারার কোন পদ ১৭৩?
Created: 1 month ago
A
৩৭
B
৪৩
C
৪৭
D
৫১
প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ + ...... ধারার কোন পদ ১৭৩?
সমাধান:
প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৯ - ৫ = ৪
n তম পদ = ১৭৩
আমরা জানি,
n তম পদ = a + (n - ১) × d
⇒ ১৭৩ = ৫ + (n - ১) × ৪
⇒ ১৭৩ = ৫ + ৪n - ৪
⇒ ১৭৩ = ৪n + ১
⇒ ৪n = ১৭২
⇒ n = ১৭২/৪
∴ n = ৪৩
∴ ধারাটির ৪৩তম পদ হলো ১৭৩
0
Updated: 1 month ago