x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
A
xz > yz
B
(x/z) > (y/z)
C
(z/x) < (z/y)
D
xz < yz
উত্তরের বিবরণ
প্রশ্ন: x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz

0
Updated: 2 months ago
f(x) = x2 - 7x + 10 এবং f(x) = 0 হলে,
x এর মান কত?
Created: 1 month ago
A
2, 3
B
3, 7
C
3, 5
D
2, 5
প্রশ্ন: f(x) = x2 - 7x + 10 এবং f(x) = 0 হলে, x এর মান কত?
সমাধান:
f(x) = x2 - 7x + 10
যেহেতু f(x) = 0
∴ x2 - 7x + 10 = 0
⇒ x2 - 5x - 2x + 10 = 0
⇒ x(x - 5) - 2(x - 5) = 0
⇒ (x - 5)(x - 2) = 0
যেহেতু (x - 5)(x - 2) = 0
হয় x - 5 = 0
∴ x = 5
অথবা x - 2 = 0
∴ x = 2
সুতরাং, x এর মান হলো 2 এবং 5.

0
Updated: 1 month ago
|x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
Created: 1 month ago
A
m = - 3 এবং n = 21
B
m = 2 এবং n = 26
C
m = - 1 এবং n = 7
D
m = 2 এবং n = 12
গণিত
অসমতা (Inequality)
বীজগণিত (Algebra)
সরল সমীকরণ (Simple/linear equation)
সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)
প্রশ্ন: |x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
সমাধান:
|x - 3| < 4
⇒ - 4 < x - 3 < 4
⇒ - 4 + 3 < x < 4 + 3
⇒ - 1 < x < 7
⇒ - 1 × 3 < 3x < 7 × 3
⇒ - 3 < 3x < 21
⇒ - 3 + 5 < 3x + 5 < 21 + 5
⇒ 2 < 3x + 5 < 26
এখন, m < 3x + 5 < n এর সাথে তুলনা করে পাই,
m = 2 এবং n = 26।

0
Updated: 1 month ago
যদি p - 1/p = √5 হয়, তাহলে (p6 - 1)/p3 এর মান কত?
Created: 1 month ago
A
2√5
B
5√5
C
8√5
D
10
প্রশ্ন: যদি p - 1/p = √5 হয়, তাহলে (p6 - 1)/p3 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে, p - 1/p = √5
এখন,
(p6 - 1)/p3
= (p6/p3) - (1/p3)
= p3 - (1/p3)
= {p - (1/p)}3 + 3 × p × (1/p){(p - (1/p)}
⇒ (√5)3 + 3 × √5
⇒ 5√5 + 3√5
∴ (p6 - 1)/p3 = 8√5

0
Updated: 1 month ago