3x+3x+3x = কত?
A
9x
B
3x+1
C
33x
D
3x3
উত্তরের বিবরণ
3x+3x+3x=3x(1+1+1)
=3x.3
=3x.31
=3x+1
0
Updated: 10 hours ago
চারটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে একটি হেড ও তিনটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
Created: 2 months ago
A
2/7
B
1/3
C
1/6
D
1/4
প্রশ্ন: চারটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে একটি হেড ও তিনটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
চারটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHHH, HHHT, HHTH, HHTT, HTHH, HTHT, HTTH, HTTT, THHH, THHT, THTH, THTT, TTHH, TTHT, TTTH, TTTT}
= 16 টি
তিনটি টেল ও একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HTTT, THTT, TTHT, TTTH}
= 4 টি।
∴ একটি হেড ও তিনটি টেল পাওয়ার সম্ভাবনা = 4/16 = 1/4
0
Updated: 2 months ago
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং অতিভুজ ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
Created: 1 day ago
A
১০
B
২০
C
৩০
D
৪০
সমাধান:
অতিভুজ = ১৩
ভূমি = ১২
সমকোণী ত্রিভুজে,
অতিভুজ² = ভূমি² + লম্ব²
১৩² = ১২² + লম্ব²
১৬৯ = ১৪৪ + লম্ব²
লম্ব² = ১৬৯ − ১৪৪ = ২৫
লম্ব = ৫
ক্ষেত্রফল = ½ × ভূমি × লম্ব
= ½ × ১২ × ৫
= ৩০
উত্তর: ৩০ বর্গমিটার
0
Updated: 1 day ago
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
Created: 2 months ago
A
৪৬০.২০ টাকা
B
৫৫৪.৪০ টাকা
C
৬২০.৬০ টাকা
D
৭৩০.৮০ টাকা
প্রশ্ন: আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
মাসিক বিল ৪২০ টাকা
১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৪২০ + ৪২০ এর ১০/১০০
= ৪৬২ টাকা
আরো ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল
= ৪৬২ + ৪৬২ এর ২০/১০০
= ৫৫৪.৪ টাকা
0
Updated: 2 months ago