Choose the correct sentence:
A
They acted upon his advices
B
They acted following his advices
C
They acted according to his advice
D
They acted in accordance to his advice
উত্তরের বিবরণ
বাক্যটি সঠিক কারণ এটি ক্রিয়া, অব্যয় ও বস্তু—এই তিনটির সামঞ্জস্য রেখে স্বাভাবিক অর্থ প্রকাশ করে। এখানে কাজটি কার পরামর্শ অনুযায়ী করা হয়েছে তা স্পষ্টভাবে বোঝানো হয়েছে।
• “They acted” অংশে কর্তা এবং তার সম্পাদিত কাজ সঠিকভাবে প্রকাশ পেয়েছে।
• “according to” একটি নির্দিষ্ট অব্যয়বদ্ধ শব্দগুচ্ছ, যার অর্থ কারো নির্দেশনা বা মত অনুসারে কাজ করা—এখানে তা যথাযথভাবে ব্যবহৃত হয়েছে।
• “his advice” অংশে অধিকারের অনুভূতি ও পরামর্শের উৎস পরিষ্কারভাবে বোঝা যায়, যা বাক্যটিকে সম্পূর্ণ অর্থবোধক করে।
• অন্য গঠনগুলোতে সাধারণত অব্যয়ের ভুল ব্যবহার, কাল-রূপের অসামঞ্জস্য বা অর্থের অস্পষ্টতা দেখা যায়।
তাই They acted according to his advice–ই শুদ্ধ ও গ্রহণযোগ্য বাক্য।
0
Updated: 11 hours ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
Many a man have done so.
B
Paper is made of wood.
C
I got two bread.
D
We write in ink.
The correct sentence: We write in ink
-
Use write in ink when referring to writing with ink.
Explanation of other options:
-
ক) Many a man have done so.
-
Error: "Many a man" is singular and requires a singular verb
-
Correct: Many a man has done so
-
-
খ) Paper is made of wood.
-
Rule:
-
Made from → when the original material is transformed and no longer visible (Paper is made from wood)
-
Made of → when the original material is still visible (The table is made of wood)
-
-
-
গ) I got two bread.
-
Error: "Bread" is uncountable
-
Correct: I got two loaves/slices of bread
-
0
Updated: 1 month ago
The only error in the sentence '' One of the recommendation made by the committee was accepted by the authorities'' is-
Created: 2 months ago
A
recommendation
B
was
C
accepted by
D
committee
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - recommendation.
- এখানে, recommendations বসলে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: One of the recommendations made by the committee was accepted by the authorities.
Bangla: কমিটির দ্বারা করা সুপারিশগুলোর মধ্যে একটি কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হয়েছিল।
বাক্যের ভুলটি হলো "recommendation" singular রাখা হয়েছে, যেখানে এটি plural "recommendations" হওয়া উচিত।
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই recommendation এর স্থলে recommendations হবে।
Example: One of the birds was shot dead on the spot.
0
Updated: 2 months ago
Choose the correct answer. How long did you wait?
Created: 6 months ago
A
Till lunch time
B
Till he came
C
Until six o'clock
D
Since this morning
• How long did you wait?
- এখানে প্রশ্নটি past form এ করা হয়েছে। সে হিসেবে উত্তরটিও past form এ করতে হবে।
- প্রশ্নটির উত্তর এভাবে করা যায় -
• I waited until / till he came. বা সংক্ষেপে untill/till he came. (until/till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till he came অর্থ- যতক্ষণ না সে এসেছিল
- তাই, সঠিক উত্তর হবে - খ।
• আবার,
- Till/untill অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।
0
Updated: 6 months ago