'V-20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
A
জলবায়ু পরিবর্তন
B
দারিদ্র বিমোচন
C
কৃষি উন্নয়ন
D
মানবাধিকার
উত্তরের বিবরণ
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষায় Vulnerable Twenty (V-20) জোটটি গঠন করা হয়। ৮ অক্টোবর, ২০১৫ সালে পেরুর রাজধানী লিমায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতি, প্রযুক্তিগত সহায়তা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করাই এ জোটের প্রধান লক্ষ্য। বাংলাদেশসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো এতে অন্তর্ভুক্ত।
গুরুত্বপূর্ণ তথ্য
• জোটটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা ২০টি দেশ নিয়ে গঠিত।
• এর উদ্দেশ্য জলবায়ু সহনশীল উন্নয়ন এবং বৈশ্বিক নীতি আলোচনায় যৌথ প্ল্যাটফর্ম তৈরি করা।
• সদর দপ্তর আফ্রিকার ঘানার রাজধানী আক্রায় অবস্থিত।
• জলবায়ু অর্থায়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং ক্ষতিপূরণ ব্যবস্থায় সদস্যদেশগুলো পারস্পরিক সহযোগিতা করে।
0
Updated: 12 hours ago
জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড GCF)-এর সদর দপ্তর কোথায়?
Created: 2 hours ago
A
ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
B
প্যারিস, ফ্রান্স
C
ভিয়েনা, অস্ট্রিয়া,
D
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
গ্লোবাল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে Green Climate Fund (GCF) প্রতিষ্ঠা করা হয়। এর সদরদপ্তর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে অবস্থিত। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 বা ১৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রথমবার এই তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে আনুষ্ঠানিকভাবে Green Climate Fund গঠিত হয়। এই তহবিল উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করে।
• সদরদপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
• সিদ্ধান্ত নেওয়া হয়: COP-15 (কোপেনহেগেন, ২০০৯)
• আনুষ্ঠানিক গঠন: COP-16 (ক্যানকুন, ২০১০)
0
Updated: 2 hours ago
Which country was the first to introduce a 'carbon tax'?
Created: 1 month ago
A
Denmark
B
Norway
C
Bhutan
D
Finland
প্রথম কার্বন কর বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এটি মূলত বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব কার্যক্রমকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রবর্তিত হয়।
-
প্রথম প্রবর্তন: ১৯৯০ সালে ফিনল্যান্ড ছিল বিশ্বের প্রথম দেশ, যারা কার্বন কর চালু করে।
-
মূল উদ্দেশ্য: দূষণ কমানো এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করাই ছিল এই করের প্রধান লক্ষ্য।
-
পরবর্তী গ্রহণকারী দেশসমূহ: ফিনল্যান্ডের পর সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও অনেক দেশ কার্বন কর ব্যবস্থা চালু করে।
-
কার্যপ্রণালী: এই করের আওতায় কার্বন নিঃসরণকারী জ্বালানি (যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি) ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়।
-
অতিরিক্ত তথ্য: কার্বন করের মাধ্যমে সরকারগুলো দূষণকারীদের আর্থিকভাবে দায়বদ্ধ করে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করে থাকে।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটিতে নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান?
Created: 1 month ago
A
ইন্দোনেশিয়া
B
সিঙ্গাপুর
C
মালয়েশিয়া
D
উপরের সবগুলো
নিরক্ষীয় জলবায়ু পৃথিবীর একটি বিশেষ ধরনের জলবায়ু যা সূর্যের অবস্থান ও তাপমাত্রা প্রাপ্তির ধরণের কারণে সৃষ্টি হয়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে এই জলবায়ুর প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। এ কারণে একে নিরক্ষীয় জলবায়ু বলা হয়।
-
পৃথিবীর জলবায়ুর প্রকৃতি নির্ধারণে সূর্যের অবস্থান একটি প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।
-
তাপমাত্রা প্রাপ্তির ভিন্নতার কারণে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য সৃষ্টি হয়।
-
নিরক্ষরেখা ও এর কাছাকাছি অবস্থিত দেশগুলোতে এই জলবায়ু বিরাজমান থাকায় একে নিরক্ষীয় জলবায়ু বলা হয়।
অবস্থান ও বিস্তার:
-
নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
-
সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে বছরে দুইবার অতিরিক্ত তাপমাত্রা লক্ষ্য করা যায়।
-
কিছু ক্ষেত্রে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশ পর্যন্ত এই জলবায়ুর বিস্তার রয়েছে।
-
নিরক্ষরেখার পার্শ্ববর্তী প্রায় ৯৬৫ কিলোমিটার এলাকা জুড়ে এ জলবায়ুর প্রভাব বিস্তৃত।
প্রধান অঞ্চল ও দেশসমূহ:
-
আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় অঞ্চল।
-
মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা ও নিকারাগুয়া।
-
দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আমাজন নদী অববাহিকা।
-
দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল।
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও ফিলিপাইন।
0
Updated: 1 month ago