দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
A
ফেনী
B
ক্সবাজার
C
চাঁদপুর
D
পটুয়াখালী
উত্তরের বিবরণ
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বায়ু বিদ্যুৎ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ফেনীর সোনাগাজীর মুহুরী নদীর বাঁধ এলাকায়। ৯০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এ প্রকল্পটি ২০০৪ সালে শুরু হলেও বিভিন্ন সমস্যার কারণে ২০১০ সালে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ বৃহৎ আকারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয় এবং বর্তমানে দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত।
গুরুত্বপূর্ণ তথ্য
• প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র: ফেনী, সোনাগাজী
• ক্ষমতা: ৯০০ কিলোওয়াট
• সবচেয়ে বড় কেন্দ্র: কক্সবাজার খুরুশকুল (৬০ মেগাওয়াট)
• উদ্বোধন: ১২ অক্টোবর, ২০২৩
• অর্থায়ন: চীন
0
Updated: 12 hours ago
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
Created: 4 weeks ago
A
ভারত
B
রাশিয়া
C
চীন
D
যুক্তরাষ্ট্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের প্রধান সহযোগী দেশ হলো রাশিয়া। রাশিয়া এই প্রকল্পের প্রযুক্তি, অর্থায়ন ও নির্মাণে প্রত্যক্ষ সহায়তা প্রদান করছে। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ
কেন্দ্র কোথায় অবস্থিত?
Created: 6 months ago
A
কক্সবাজার
B
নোয়াখালী
C
বরগুনা
D
ভোলা
বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। কক্সবাজারের খুরুশকুলে। উৎপাদন ক্ষমতা
৬০ মেগাওয়াট। ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উৎস: ১৩ অক্টোবর, ২০২৩, কালের কণ্ঠ।
0
Updated: 6 months ago
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি?
Created: 23 hours ago
A
খনিজ তৈল
B
খরস্রোতা নদী
C
প্রাকৃতিক গ্যাস
D
উপরের সবগুলো
বাংলাদেশের জ্বালানি খাতে বিদ্যুৎ উৎপাদন মূলত বিভিন্ন উৎসের ওপর নির্ভরশীল, যেখানে প্রধান ভূমিকা পালন করছে প্রাকৃতিক গ্যাস। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জ্বালানির ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের উৎসগুলোর শতাংশভিত্তিক অবস্থা নিচে দেওয়া হলো।
• প্রাকৃতিক গ্যাস থেকে ৪৯.০৭% বিদ্যুৎ উৎপাদন হয়, যা দেশের প্রধানতম উৎস।
• ফার্নেস ওয়েল ২৬.৯৫%, যা বেসরকারি আইপিপি প্লান্টে বেশি ব্যবহৃত।
• ডিজেল ৫.৪৯%, যা জরুরি ও পিক আওয়ার উৎপাদনে ব্যবহৃত হয়।
• কয়লা ১১.৪৬%, যার ব্যবহার সাম্প্রতিক প্রকল্পে বৃদ্ধি পেয়েছে।
• পানি থেকে ১.১% বিদ্যুৎ উৎপন্ন হয়, মূলত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র থেকে।
• নবায়নযোগ্য জ্বালানি ২.০৮%, যা সৌরবিদ্যুৎ ও অন্যান্য পরিবেশবান্ধব উৎস থেকে আসে।
0
Updated: 23 hours ago