জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কোনটি?
A
২৩৭
B
১৬১৫২
C
৯৯৯
D
১৬১০৬
উত্তরের বিবরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রমকে আরও সহজ ও জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ সরকার একটি শর্টকোড চালু করেছে। এ শর্টকোড ব্যবহার করে নাগরিকরা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত তথ্য জানতে, সমস্যা সমাধান করতে এবং আবেদন-সংক্রান্ত নির্দেশনা পেতে পারেন। এ উদ্দেশ্যে নির্ধারিত শর্টকোডটি হলো ১৬১৫২, যা জাতীয় পরিচয়পত্র সেবা বা জরুরি সেবার মতো অন্যান্য সরকারি সেবার শর্টকোড থেকে আলাদা এবং শুধুমাত্র জন্ম-মৃত্যু নিবন্ধন সেবায় ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ণ তথ্য
• জন্ম ও মৃত্যু নিবন্ধনের অফিসিয়াল শর্টকোড হলো ১৬১৫২
• এ নম্বরে কল বা SMS করে নিবন্ধন সংক্রান্ত তথ্য জানা যায়
• সেবা পরিচালনা করে Local Government Division (LGD)
• সিভিল রেজিস্ট্রেশন ও ভাইটাল স্ট্যাটিসটিকস (CRVS) ব্যবস্থার অংশ
0
Updated: 12 hours ago