বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?
A
৫০%
B
৬০%
C
৭০%
D
৮০%
উত্তরের বিবরণ
বাংলাদেশে ধান প্রধান খাদ্যশস্য হিসেবে মানুষের খাদ্যনির্ভরতা ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের অধিকাংশ আবাদী জমিতেই ধান চাষ করা হয়, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। উৎপাদন বৃদ্ধির ফলে বাংলাদেশ বৈশ্বিকভাবে ধান উৎপাদনে অগ্রগণ্য অবস্থানে রয়েছে।
• বাংলাদেশের মোট আবাদী জমির প্রায় ৮০ শতাংশে ধান চাষ করা হয়।
• বর্তমানে দেশটি ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী ২০২১–২২ অর্থবছরে মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৫৮.৯৬ লক্ষ মেট্রিক টন।
• এর মধ্যে ধান ৩৯১.৮০, গম ১০.৮৬ এবং ভুট্টা ৫৬.৬৩ লক্ষ মেট্রিক টন উৎপাদিত হয়।
• উৎপাদন বৃদ্ধিতে উচ্চফলনশীল জাত, গবেষণা ও কৃষি প্রযুক্তির উন্নয়ন সহায়ক ভূমিকা রেখেছে।
0
Updated: 12 hours ago
What is Ribon's rating?
Created: 2 months ago
A
Jute decomposition method
B
Wheat threshing method
C
Jute planting method
D
Rice Cultivation Method
রিবন রেটিং (Ribbon Rating)
-
সংজ্ঞা: স্বল্প পানি অঞ্চলে পাট পচন ব্যবস্থাপনা কে বলা হয় রিবন রেটিং পদ্ধতি।
-
উদ্ভাবন: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) গবেষণার পর বাঁশের হুক ব্যবহার করে পাটের ছালকরণ (Ribboning) ও ছাল পচন (Ribbon Rating) পদ্ধতি উদ্ভাবন করেছে।
-
উপকরণ:
১. সিঙ্গেল রোলার
২. ডাবল রোলার রিবনার-
কারিগরি দিক থেকে ডাবল রোলার রিবনার সবচেয়ে সুবিধাজনক প্রমাণিত।
-
-
সুবিধা:
-
পুরো পাট গাছ না পচিয়ে কাঁচা গাছ থেকে ছাল আলাদা করা হয়।
-
পচানোর জন্য কম পানি প্রয়োজন।
-
পচনের জন্য কম জায়গা ও সময় লাগে।
-
বহন খরচ কমে যায়।
-
আঁশে কোনো কাটিংস থাকে না, এবং আঁশের মান ভালো থাকে।
-
ফলে আঁশের মূল্য বৃদ্ধি পায়।
-
উৎস: কৃষি তথ্য সার্ভিস
0
Updated: 2 months ago
বাংলাদেশের কোন কোন জেলায় ’জুম’ চাষ করা হয়?
Created: 1 month ago
A
রাঙামাটি
B
খাগড়াছড়ি
C
বান্দারবন
D
বর্ণিত সবগুলো
জুমচাষ হলো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি, যার প্রকৃত অর্থ স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। এই পদ্ধতিতে শুষ্ক মৌসুমে বনভূমি কেটে বা পুড়িয়ে স্বল্প সময়ের (১-৩ বছর) জন্য ফসল চাষ করা হয়। এরপর প্রাকৃতিক বনভূমির পুনর্জন্ম ও মৃত্তিকার উর্বরতা পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সময় (১০-৪০ বছর) জমি পতিত রাখা হয়। জুমচাষকে সাধারণভাবে 'সুইডেন চাষাবাদ' বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ হিসেবেও বলা হয়।
-
জুমচাষ শুধু বাংলাদেশের নয়, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রচলিত।
-
বাংলাদেশে এটি মূলত তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এ করা হয়।
-
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের উপজাতীয় জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি জুমচাষের ওপর নির্ভরশীল।
-
এছাড়া সিলেটের পাহাড়িয়া অঞ্চলেও কিছু কিছু জুমচাষ দেখা যায়।
0
Updated: 1 month ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
নীলফামারী
B
সৈয়দপুর
C
রংপুর
D
গাইবান্ধা
সরকারি EPZ (Export Processing Zone)
-
বাংলাদেশে সরকারি EPZ-এর সংখ্যা ৮টি।
-
অবস্থানগুলো:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
সরকারি EPZ প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ সালে, যা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী পরিচালিত।
-
বাংলাদেশের EPZ-এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পাদন করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা, নীলফামারী।
উৎস: BEPZA ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago