গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
A
উত্তর আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আফ্রিকা
D
চীন
উত্তরের বিবরণ
গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত এবং এটি মূলত মঙ্গোলিয়া ও চীনের বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত। এটি শীতল মরুভূমি হিসেবে পরিচিত। পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি হলো সাহারা, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এর কঠিন আবহাওয়া, বিস্তীর্ণ বালুকাময় অঞ্চল ও মরুপ্রাণ পরিবেশের কারণে একে অনেক সময় “আফ্রিকার দুঃখ” বলা হয়। ইউরোপ মহাদেশে প্রকৃত মরুভূমি নেই, কারণ সেখানে জলবায়ু তুলনামূলক অনুকূল, বৃষ্টিপাত বেশি ও সবুজায়ন বিদ্যমান।
• গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া
• সাহারা: পৃথিবীর বৃহত্তম মরুভূমি, আফ্রিকা
• সাহারার উপাধি: আফ্রিকার দুঃখ
• ইউরোপে মরুভূমি নেই
0
Updated: 4 hours ago