A
একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
B
একটি সংবাদ সংস্থার নাম
C
একটি কিশোর ফুটবল টিমের নাম
D
একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
উত্তরের বিবরণ
বিকেএসপি:
- দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম রয়েছে।
- বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয় ১৯৮৬ সালে।
- বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৭৬ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়।
- সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।
- বিকেএসপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানের ৪টি শাখা রয়েছে।প্রশাসনিক, প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং একাডেমিক।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-
Created: 2 months ago
A
রিয়াদ
B
জেদ্দা
C
দামেস্ক
D
মক্কা
• ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত — জেদ্দা।
• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা — OIC.
- OIC এর পূর্ণরুপ হচ্ছে — The Organisation of Islamic Cooperation
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট
- প্রতিষ্ঠা লাভ করে — ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা — ৫৭টি।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের — জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ — গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের — আলবেনিয়া OIC সদস্য।
• আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত — OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে এবং এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় — তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় — রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।
তথ্যসূত্র: OIC ওয়েবসাইট।

0
Updated: 2 months ago