OIC এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
A
বাংলাদেশ
B
তুরস্ক
C
মালয়েশিয়া
D
চাদ
উত্তরের বিবরণ
OIC একটি আন্তর্জাতিক মুসলিম দেশসমূহের সহযোগী সংগঠন। এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম রাষ্ট্রগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। সংগঠনটির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এবং বাংলাদেশ ১৯৭৪ সালে এর সদস্যপদ লাভ করে, যা দেশের কূটনৈতিক সম্পর্ক বিস্তারে গুরুত্ব যোগ করেছে।
• OIC এর পূর্ণরূপ Organization of Islamic Cooperation
• প্রথম মহাসচিব ছিলেন টেংকু আব্দুর রহমান (মালয়েশিয়া)
• বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা, দায়িত্ব গ্রহণ ১৭ নভেম্বর ২০২১
• সদস্য রাষ্ট্রগুলো মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি ও উন্নয়নমূলক বিষয়ে কাজ করে
0
Updated: 4 hours ago
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) কোথায় প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
সৌদি আরব
B
মিশর
C
মরক্কো
D
সিরিয়া
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি আন্তর্জাতিক রাজনৈতিক জোট, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ইসলামী বিশ্বের সাধারণ স্বার্থ রক্ষায় কাজ করে।
-
গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
-
গঠনের পেছনের কারণ: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানো।
-
বর্তমানে সদস্য রাষ্ট্র সংখ্যা ৫৭টি।
-
দক্ষিণ আমেরিকার গায়ানা ও সুরিনাম এবং ইউরোপের আলবেনিয়া OIC সদস্য।
-
বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে।
-
সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরবে।
-
মহাসচিবের মেয়াদ ৫ বছর।
-
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিন বছর অন্তর।
-
প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাবাত, মরক্কো (১৯৬৯)।
0
Updated: 1 month ago
When was the OIC form1957ed?
Created: 1 month ago
A
1957
B
1969
C
1971
D
1956
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট, যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরকোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি ইসলামী বিশ্বে একতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে। মূল তথ্যগুলো হলো:
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৭টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫)।
-
গঠন প্রেক্ষাপট: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানো।
-
দক্ষিণ আমেরিকা থেকে সদস্য দেশ: গায়ানা ও সুরিনাম।
-
ইউরোপ থেকে সদস্য দেশ: আলবেনিয়া।
-
বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে।
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
-
বর্তমান মহাসচিব: এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২তম) (সেপ্টেম্বর, ২০২৫)।
-
মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।
0
Updated: 1 month ago
বাংলাদেশ OIC এর কততম শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
Created: 3 months ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতুর্থ
OIC (ইসলামিক সহযোগিতা সংস্থা)
-
পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation
-
গঠন প্রেক্ষাপট: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানো
-
রাজনৈতিক জোট: মুসলিম দেশগুলোর জন্য, রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত
-
প্রতিষ্ঠার স্থান: মরক্কো
-
প্রতিষ্ঠিত: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২তম, আগস্ট ২০২৫), মেয়াদ ৫ বছর
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
-
বর্তমান সদস্য: ৫৭টি দেশ
-
দক্ষিণ আমেরিকা সদস্য দেশ: গায়ানা, সুরিনাম
-
ইউরোপ সদস্য দেশ: আলবেনিয়া
-
বাংলাদেশ প্রথম OIC শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে
0
Updated: 3 months ago