২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
A
ইতালি
B
স্পেন
C
ব্রাজিল
D
উরুগুয়ে
উত্তরের বিবরণ
২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারে এবং এটি ছিল মধ্যপ্রাচ্যে আয়োজিত প্রথম বিশ্বকাপ। টুর্নামেন্টে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা অর্জিত হয়। ফাইনালে তারা ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টিতে জয়লাভ করে, যেখানে ম্যাচটি ছিল নাটকীয় ও ইতিহাসস্মরণীয়।
• রানার্স-আপ হয় ফ্রান্স, যারা ২০১৮ সালের চ্যাম্পিয়ন ছিল।
• তৃতীয় হয় ক্রোয়েশিয়া, যারা প্লে-অফ ম্যাচে মরক্কোকে পরাজিত করে।
• চতুর্থ স্থান অর্জন করে মরক্কো, যারা প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা আফ্রিকান দল হিসেবে রেকর্ড গড়ে।
0
Updated: 1 hour ago
মহিলা বিশ্বকাপ ফুটবল–২০১১ বিজয়ী কোন দেশ?
Created: 3 weeks ago
A
জাপান
B
অস্ট্রেলিয়া
C
কানাডা
D
চীন
মহিলা বিশ্বকাপ ফুটবল ২০১১ সালে জাপান চ্যাম্পিয়ন হয়। এটি জাপানের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপা। ফাইনালে তারা যুক্তরাষ্ট্রকে হারায়।
0
Updated: 3 weeks ago
২০১০ বিশ্বকাপ ফুটবলে ‘গোল্ডেনবুট’ পাওয়া খেলোয়াড় কে?
Created: 3 weeks ago
A
রোলান্দ
B
মেসি
C
তাবেজ
D
থমাস মুলার
২০১০ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেনবুট পুরস্কার জেতেন জার্মানির থমাস মুলার। তিনি সর্বাধিক গোল করেন ৫টি) ও চলতি আসরে সেরা উদীয়মান খেলোয়াড় হন। তার পারফরম্যান্স বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
0
Updated: 3 weeks ago
বিশ্বকাপ ফুটবল ২০১৪‘র জন্য নির্মিত বলের নাম কী?
Created: 3 weeks ago
A
জাবুলানি
B
ব্রাজুকা
C
ব্রাজিলা
D
ব্রাজিলিয়া
বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর জন্য নির্মিত বলের নাম ছিল ব্রাজুকা Brazuca)। এটি ছিল অ্যাডিডাস কোম্পানির তৈরি একটি আধুনিক ডিজাইনের বল, যা ব্রাজিলের সংস্কৃতি ও আনন্দ উদযাপনকে প্রতিফলিত করে।
0
Updated: 3 weeks ago