বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কয় মাস?
A
৩ মাস
B
৫ মাস
C
৪ মাস
D
৬ মাস
উত্তরের বিবরণ
বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৬ মাস নির্ধারিত। সরকারি ও বেসরকারি বেশিরভাগ খাতে এই নিয়ম কার্যকর আছে। নারী কর্মীরা সন্তান জন্মদানের আগে ও পরে মিলিয়ে এই ছুটি ভোগ করতে পারেন। বিশেষ দিক হলো, পূর্ণ বেতনসহ এই ছুটি সর্বোচ্চ দুইবার পাওয়া যায়। কর্মজীবী নারীদের স্বাস্থ্য সুরক্ষা, নবজাতকের পরিচর্যা এবং মাতৃ-শিশু কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই নীতি কার্যকর হয়েছে।
• মেয়াদ: ৬ মাস মাতৃত্বকালীন ছুটি
• বেতন সুবিধা: পূর্ণাঙ্গ বেতন প্রদান
• সুবিধা গ্রহণযোগ্যতা: সর্বোচ্চ ২ বার
• উদ্দেশ্য: মাতৃস্বাস্থ্য, শিশু পরিচর্যা ও কর্মক্ষেত্রে নারীর অধিকার সুরক্ষা।
0
Updated: 1 hour ago
In what year did the Bangladesh government adopt the latest Poverty Alleviation Strategy Paper? (August - 2025)
Created: 2 months ago
A
2017
B
2014
C
2016
D
2015
নিশ্চয়ই, তথ্যগুলো ঠিক রেখে পুনর্লিখন করা হলো—
• দারিদ্র্য বিমোচন কৌশলপত্র:
-
সংজ্ঞা: দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
-
বাংলাদেশে প্রথম প্রণয়ন: ২০০৫ সালে বাংলাদেশ IPRSP প্রথম প্রণয়ন করে।
-
শিরোনাম: ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’।
-
সর্বশেষ গ্রহণ: বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে ২০১৫ সালে।
-
মোট গ্রহণকৃত কৌশলপত্র: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৪টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করেছে।
উৎস: IMF
0
Updated: 2 months ago
How many years is the duration of the medium-term plan?
Created: 2 months ago
A
1 to 6 years
B
1 to 5 years
C
2 to 6 years
D
1 to 3 years
পরিকল্পনার ধরন
১. স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর বা তার কম।
-
ধরন: দুটি প্রকার—
-
এ্যাকশন প্লান (Action Plan)
-
রি-এ্যাকশন প্লান (Re-action Plan)
-
২. মধ্যমেয়াদি পরিকল্পনা (Medium-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর থেকে ৫ বছর।
-
লক্ষ্য: মধ্যম ও প্রথম স্তরের ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ।
৩. দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term plan)
-
মেয়াদ: সাধারণত ৫ বছরের বেশি।
উৎস: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
Created: 2 months ago
A
ষাট গম্বুজ মসজিদ
B
বায়তুল মোকাররম মসজিদ
C
শাহ সুজা মসজিদ
D
তারা মসজিদ
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- 'বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি।
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
0
Updated: 2 months ago