নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?
A
মাউরি
B
তাতারু
C
ডাচ
D
অজি
উত্তরের বিবরণ
নিউজিল্যান্ডের মূল আদিবাসীদের বলা হয় মাউরি। তারা নিউজিল্যান্ডে ইউরোপীয়দের আগমনের বহু আগে বসতি স্থাপন করে। নেদারল্যান্ডের মানুষের পরিচিত নাম ডাচ; এটি তাদের ভাষা ও জাতিগত পরিচয় থেকেও এসেছে। অস্ট্রেলিয়ার অধিবাসীদের অনানুষ্ঠানিকভাবে ‘অজি (Aussie)’ বলা হয়, যা তাদের জাতীয় পরিচয়ের একটি প্রচলিত ডাকনাম। তাতার মূলত সাইবেরিয়া ও মঙ্গোলিয়া অঞ্চলের একটি তুর্কি ভাষাভাষী জাতিগোষ্ঠী, যারা পরবর্তীতে রাশিয়াসহ বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে।
0
Updated: 1 hour ago
নিউজিল্যান্ডের আদিবাসী কারা?
Created: 4 weeks ago
A
টোডা
B
আফ্রিদি
C
জুলু
D
মাউরি
মাউরি Māori) জনগোষ্ঠী হলো নিউজিল্যান্ডের আদিবাসী। তারা প্রায় ১,০০০ বছর আগে পলিনেশিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ডে এসে বসতি স্থাপন করে।
0
Updated: 4 weeks ago