ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা?
A
ইংরেজরা
B
ফরাসিরা
C
ওলন্দাজরা
D
পর্তুগিজরা
উত্তরের বিবরণ
ইউরোপ থেকে ভারতে সমুদ্রপথ আবিষ্কারের কৃতিত্ব পান পর্তুগীজ নাবিক ভাস্কো দা গামা। ধারণা করা হয়, তিনি প্রায় ১৪৮৭-১৪৯৮ সময়কালে আফ্রিকার ‘কেপ অফ গুড হোপ’ ঘুরে ভারতের কালিকটে পৌঁছান। এ আবিষ্কার পরবর্তীতে ইউরোপীয় শক্তিগুলোর এশিয়া বিশেষত ভারত ও বাংলায় আগমন সহজ করে দেয়। বাংলায় প্রথম ইউরোপীয় জাতি হিসেবে আসে পর্তুগিজরা ১৫১৬ সালে এবং তারা বাণিজ্যের পাশাপাশি বসতিও স্থাপন করে। তাদের পর ডাচ বা ওলন্দাজরা বাংলায় আসে এবং বাণিজ্যিক ঘাঁটি গড়ে তোলে বিভিন্ন স্থানে, বিশেষ করে চন্দননগর ও শরিয়তপুর এলাকায়। ইউরোপীয় জাতিদের মধ্যে সর্বশেষ ১৬৬৮ সালে বাংলায় আসে ফরাসিরা এবং তারা বাণিজ্য কেন্দ্র স্থাপন করে চন্দননগরে।
0
Updated: 1 hour ago
ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে -
Created: 2 months ago
A
সুয়েজ খাল
B
মালাক্কা প্রণালী
C
জিব্রাল্টার প্রণালী
D
পক প্রণালী
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও ভূমিকা: জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে।
-
সংযোগকারী জলপথ: এটি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে একমাত্র প্রাকৃতিক সংযোগ।
-
ভৌগোলিক বিবরণ: প্রণালীটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করে।
-
দেশসমূহ: জিব্রাল্টার প্রণালী মরক্কো ও স্পেনের মধ্যে অবস্থিত।
-
গড় গভীরতা: প্রায় ১,২০০ ফুট (৩৬৫ মিটার)
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
ইউরোপে প্রথম শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়?
Created: 2 months ago
A
সতের শতকে
B
আঠার শতকে
C
উনিশ শতকে
D
বিশ শতকে
প্রথম শিল্প বিপ্লব
-
প্রথম শিল্প বিপ্লব ছিল যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা।
-
এটি প্রায় ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
-
১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
-
বিপ্লবটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
-
সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০ (অষ্টাদশ শতাব্দী)।
-
প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড), পরে ইউরোপ ও আমেরিকা।
উৎস: ব্রিটানিকা।
0
Updated: 2 months ago