বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে?
A
২৯ ভাগ
B
১৯ ভাগ
C
১৭ ভাগ
D
২৩ ভাগ
উত্তরের বিবরণ
কোন দেশের পরিবেশের সুষম ভারসাম্য বজায় রাখতে মোট ভূমির প্রায় ২৫% বনভূমি থাকা প্রয়োজন বলে পরিবেশবিদদের মতে বিবেচিত হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে সরকারি, সংরক্ষিত, সামাজিক ও প্রাকৃতিক সব ধরনের বন মিলিয়ে মোট বনভূমির পরিমাণ প্রায় ১৭%। পরিবেশের টেকসই ভারসাম্যের জন্য এই পরিমাণ যথেষ্ট নয়। বাংলাদেশের মাত্র ৭টি জেলায় পরিবেশসম্মত বনভূমির পরিমাণ রয়েছে। অপরদিকে দেশে এমন ২৮টি জেলা আছে যেখানে কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। এর কারণে জীববৈচিত্র্য হ্রাস, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি আরও বাড়ছে।
0
Updated: 1 hour ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’ এ বাংলাদেশের অবস্থান কততম?
Created: 3 months ago
A
১২৯ তম
B
১৩০ তম
C
১৩১ তম
D
১৩২ তম
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫
-
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩০তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানব উন্নয়ন সূচক:
-
শ্রীলঙ্কা ৮৯তম
-
ভারত ১৩০তম
-
পাকিস্তান ১৬৮তম
-
নেপাল ১৪৫তম
-
ভূটান ১২৫তম
0
Updated: 3 months ago
চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য-
Created: 5 months ago
A
ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
B
বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
C
ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
D
দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
• চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১:
- বুড়িগঙ্গা সেতু হলো বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু।
- এটি প্রথম বুড়িগঙ্গা সেতু হিসেবেও পরিচিত। এটি বাংলাদেশ ও চীন যৌথভাবে তৈরি করেছে।
- সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ।
- এই সেতু নির্মাণ শুরু হয় ৮০-এর দশকে এবং শেষ হয় ১৯৮৯ সালে। ঐ বছর সেতুর উদ্বোধন হয়।
- এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপজেলাকে যুক্ত করেছে।
- এই সেতু ঢাকা-খুলনা মহাসড়ককেও যুক্ত করেছে।
তাই বলা যায়,
চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য- দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা।
উৎস: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপদ বিভাগ, বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন] বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
Created: 5 months ago
A
২ কোটি ৪০ লক্ষ একর
B
২ কোটি ৫০ লক্ষ একর
C
২ কোটি একর
D
২ কোটি ২৫ লক্ষ একর
প্রশ্নটি বাতিল করা হয়েছে
প্রশ্নটি বাতিল করা হয়েছে
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------------
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে,
- মোট আবাদযোগ্য জমি (Gross Cropped Area): ৩,৯৪,৯৩,০০০ একর।
- মোট জমির পরিমাণ (আবাদী, অনাবাদী, বনাঞ্চল ও অন্যান্য): ৩,৬৪,৬৫,০০০ একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
0
Updated: 5 months ago