ইন্টারনেট কত সালে চালু হয়?
A
১৯৫৯ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭৯ সালে
D
১৯৮৯ সালে
উত্তরের বিবরণ
Internet হচ্ছে একটি বৈশ্বিক যোগাযোগব্যবস্থা, যেখানে হাজার হাজার নেটওয়ার্ক পরস্পরের সাথে যুক্ত হয়ে তথ্য বিনিময় করে। এটি মূলত International Network শব্দের সংক্ষিপ্ত রূপ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি।
• ইন্টারনেটের পূর্বসূরী ছিল ARPANet, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ গবেষণার উদ্দেশ্যে তৈরি করে
• ১৯৬৯ সালে ইন্টারনেট প্রযুক্তির সূচনা হয় এবং ধীরে ধীরে এটি সর্বজনীন ব্যবহারের জন্য বিস্তৃত হয়
• বাংলাদেশে ইন্টারনেটের আনুষ্ঠানিক সংযোগ চালু হয় ১৯৯৬ সালে, যা দেশের ডিজিটাল যোগাযোগের নতুন যুগ সূচনা করে
• ইন্টারনেট বিকাশে অসামান্য অবদানের জন্য ভিনটন জি. কার্ফকে ইন্টারনেটের জনক বলা হয়
0
Updated: 3 hours ago
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
Created: 2 weeks ago
A
ইন্টারনেট
B
ইন্টারকম
C
ই-মেইল
D
ইন্টারস্পিড
ইন্টারনেট হলো একটি বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবস্থা, যার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা ডেটা দ্রুত ও সহজে আদান-প্রদান করা যায়।
0
Updated: 2 weeks ago