বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
A
১১ বার
B
১৩ বার
C
১৫ বার
D
১৭ বার
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল নীতি ও আইনি কাঠামো নির্ধারণ করে এবং সময়ের প্রয়োজন ও রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী এতে সংশোধনী আনা হয়। এসব সংশোধনী জাতীয় নীতি, কাঠামো ও অধিকার সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তন বা সংযোজন করে।
• ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭টি সংশোধনী পাস হয়েছে
• ২০১১ সালে ১৫তম সংশোধনী গৃহীত হয়, যেখানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বাতিলসহ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়
• ২০১৪ সালে ১৬তম সংশোধনী পাস হয়, যা বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দেয়, যদিও পরে এটি বাতিল হয়
• ২০১৮ সালের ৮ জুলাই পাস হওয়া ১৭তম সংশোধনী অনুসারে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২৫ বছর বাড়ানো হয়
0
Updated: 3 hours ago
সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি থেকে কোন শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করেছে?
Created: 2 months ago
A
সাম্য
B
বহুত্ববাদ
C
জাতীয়তাবাদ
D
গণতন্ত্র
সংবিধান সংস্কার কমিশন:
-
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।
-
কমিশন সুপারিশ করেছে যে সংবিধানের মূলনীতি থেকে জাতীয়তাবাদ শব্দটি বাদ দেওয়া হোক।
-
-
সংবিধানের মূলনীতি সংক্রান্ত সুপারিশ:
-
সংবিধানের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত হোক: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র।
-
বাংলাদেশের সমাজের বহুত্ববাদী চরিত্রকে প্রতিফলিত করার জন্য একটি বিধান সংবিধানে যুক্ত করা হোক:
"বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহু-জাতি, বহু-ধর্মী, বহু-ভাষী ও বহু-সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।"
-
-
রাষ্ট্রের মূলনীতি সংক্রান্ত সুপারিশ:
-
রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে রাখা হোক: ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র।
-
সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ৮, ৯, ১০ ও ১২ থেকে জাতীয়তাবাদ সংশ্লিষ্ট অংশ বাদ দেওয়া হোক।
-
উৎস:
i) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ
ii) সংবিধান সংস্কার কমিশন
0
Updated: 2 months ago
বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Created: 1 month ago
A
হাশেম খান
B
এ.কে.এম আব্দুর রউফ
C
কামরুল ইসলাম
D
সমরজিৎ রায় চৌধুরী
বাংলাদেশের সংবিধান হাতে লেখা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ.কে.এম. আব্দুর রউফ, যার নিকট সংবিধানের মূল রচনা তৈরি হয়।
-
১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যরা হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন।
-
বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে।
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।
-
হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
-
হস্তলিখিত সংবিধানের মূল লেখক হলেন এ.কে.এম. আব্দুর রউফ।
উল্লেখযোগ্য তথ্য:
-
হাশেম খান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী, যিনি ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন।
-
কামরুল হাসান "পটুয়া" হিসাবেও পরিচিত।
উৎস:
0
Updated: 1 month ago