কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরুস্কার লাভ করে?
A
শিশুমৃত্যু হ্রাস
B
মাতৃমৃত্যু হ্রাস
C
প্রসূতিমৃত্যু হ্রাস
D
শিক্ষাহার বৃদ্ধি
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে মানবকল্যাণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব প্রদানের জন্য একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। এসব পুরস্কার তার বৈশ্বিক স্বীকৃতি ও রাষ্ট্র পরিচালনায় সফলতার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
• ২০১০ সালে MDG Award পান শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্যের জন্য
• ২০১১ সালে South South Award প্রদান করা হয় উন্নয়ন সহযোগিতা ও নেতৃত্বের জন্য
• ২০১৪ সালে Peace Tree (শান্তিবৃক্ষ) পান বৈশ্বিক শান্তি ও সহযোগিতা প্রচেষ্টায় অবদানের স্বীকৃতিস্বরূপ
• ২০১৫ সালে Champions of the Earth পান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ গ্রহণের জন্য
• ২০১৬ সালের Planet 50:50 পুরস্কার পান নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা অগ্রগতির জন্য
• ২০১৯ সালে Vaccine Hero ও Champion of Skill Development for Youth পুরস্কারে ভূষিত হন জনস্বাস্থ্য সুরক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার জন্য
0
Updated: 3 hours ago
কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
ডেনমার্ক
B
কেনিয়া
C
বেইজিং
D
মেক্সিকো
বিশ্ব নারী সম্মেলন নারীর অধিকার, সমতা ও উন্নয়ন বিষয়ে বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এসব সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করা এবং লিঙ্গ বৈষম্য দূর করা।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে, যা নারীর অধিকার নিয়ে বৈশ্বিক আলোচনার সূচনা করে।
-
দ্বিতীয় সম্মেলন হয় ১৯৮০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে, যেখানে নারী উন্নয়নের জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা গৃহীত হয়।
-
তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে নাইরোবি, কেনিয়ায়, যেখানে “Nairobi Forward-looking Strategies” গৃহীত হয়, যা পরবর্তী নীতিনির্ধারণে প্রভাব ফেলে।
-
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে বেইজিং, চীনে, যেখানে “Beijing Declaration and Platform for Action” গ্রহণ করা হয়—এটি আজও নারীর ক্ষমতায়ন বিষয়ক সবচেয়ে প্রভাবশালী দলিল হিসেবে বিবেচিত।
0
Updated: 1 day ago
জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ছিল কতটি?
Created: 1 month ago
A
৫১টি
B
৪৮টি
C
৪৫টি
D
৫৫টি
জাতিসংঘ হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা, যা পূর্বের জাতিপুঞ্জের উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে কাজ করে।
-
পূর্ণ নাম: United Nations Organization (জাতিসংঘ)
-
জাতিপুঞ্জের উত্তরসূরী: League of Nations
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
প্রতিষ্ঠা তারিখ: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ৫১টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার?
Created: 1 month ago
A
৩বার
B
২বার
C
৪বার
D
৫বার
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে দুইবার, যা দেশের আন্তর্জাতিক কূটনীতি ও দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক।
জাতিসংঘ সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস [আগস্ট, ২০২৫]
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি
-
বর্তমান সদস্য: ১৯৩টি [আগস্ট, ২০২৫]
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)
বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত দুইবার।
-
প্রথম মেয়াদ: ১৯৭৯-১৯৮০, যেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
-
দ্বিতীয় মেয়াদ: ২০০০-২০০১।
উৎস:
0
Updated: 1 month ago