The people who carry a coffin at a funeral are called ________.
A
undertakers
B
supporters
C
pallbearers
D
Mourners
উত্তরের বিবরণ
• Pallbearers (noun):
ইংরেজি অর্থ: এমন ব্যক্তি যিনি কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিন বহনে সাহায্য করেন অথবা যারা কফিন বহনকারীদের পাশে হাঁটেন।
বাংলা অর্থ: অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যারা কফিন বা শবযানের চারপাশে থেকে এক পাশে ধরে নিয়ে যান এবং শোক প্রকাশ করেন।
• নিচের বিকল্প শব্দগুলো:
• Undertaker (noun):
ইংরেজি অর্থ: যিনি মৃতদেহ কবর বা দাহ করার জন্য প্রস্তুত করেন এবং পুরো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেন – এটি তাঁর পেশা।
বাংলা অর্থ: যিনি মৃতদেহ সৎকারের জন্য তৈরি করেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব নেন; মুরদাফরাশ বা অন্ত্যকর্মকারী।
• Supporter (noun):
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি, যিনি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শকে সমর্থন করেন।
বাংলা অর্থ: সমর্থনকারী; যিনি কোনো কিছু বা কাউকে সহায়তা বা সমর্থন করেন।
• Mourner (noun):
ইংরেজি অর্থ: যিনি কারও মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
বাংলা অর্থ: শোক পালনকারী ব্যক্তি, বিশেষ করে মৃতের আত্মীয় বা বন্ধু; শোকার্ত বা শবানুযাত্রী।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 months ago
He has paid the penalty _____ his crimes ____ five years in prison.
Created: 3 months ago
A
for, with
B
at, by
C
about, at
D
after, in
Complete sentence: He paid for his crimes by serving five years in jail.
-
Bangla meaning: সে তার অপরাধের মূল্য দিয়েছে পাঁচ বছর জেল খেটে।
• Pay for something [phrasal verb with pay verb]
-
English Meaning: To suffer the consequences or punishment due to harming someone or making a mistake.
-
Bangla Meaning: কোনো ভুল বা অন্যায়ের জন্য কষ্ট বা শাস্তি ভোগ করা; ক্ষতিপূরণ করা; মূল্য প্রদান করা।
-
“Five years” এর আগে “with” ব্যবহৃত হয়েছে, কারণ এটি শাস্তির সময়সীমা বোঝাতে ব্যবহৃত হয় — যেমন: “with five years in prison” অর্থ “পাঁচ বছরের কারাদণ্ড সহ।”
Source: Cambridge Dictionary (based explanation).

0
Updated: 3 months ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 1 month ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 1 month ago
Teacher said, 'The earth ____ round the sun.'
Created: 1 month ago
A
moves
B
moved
C
has moved
D
will be moving
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - moves
- Complete sentence: Teacher said, 'The earth moves round the sun'.
• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'moves'.

0
Updated: 1 month ago