এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
A
লর্ড মাউন্টব্যাটেন
B
স্যার পি জে হার্টজ
C
স্যার উইলিয়াম জোন্স
D
লর্ড ক্যানিং
উত্তরের বিবরণ
এশিয়াটিক সোসাইটি দক্ষিণ এশিয়ায় গবেষণা ও বিদ্যাচর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠা উপনিবেশিক যুগে জ্ঞানচর্চার বিস্তার ও প্রাচ্যবিদ্যা গবেষণাকে উৎসাহিত করেছিল। এটি মূলত ইতিহাস, ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রাচ্য সভ্যতার বিভিন্ন দিক নিয়ে গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
• এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স
• প্রতিষ্ঠার সাল ১৭৮৪, যা ব্রিটিশ শাসনামলে কলকাতায় স্থাপিত হয়েছিল
• এর লক্ষ্য ছিল ভারতসহ এশিয়ার ইতিহাস, প্রত্নতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি গবেষণাকে সুসংগঠিত করা
• পরবর্তীতে প্রতিষ্ঠানটি বহু ঐতিহাসিক আবিষ্কার, পান্ডুলিপি সংরক্ষণ ও গবেষণাপত্র প্রকাশের জন্য খ্যাতি অর্জন করে
0
Updated: 3 hours ago
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 5 months ago
A
ফ্লোরিডা
B
পক
C
জিব্রাল্টার
D
বেরিং
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী।
বেরিং প্রণালি:
- 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- প্রণালিটির গড় গভীরতা ৯৮ থেকে ১৬৪ ফুট (৩০ থেকে ৫০ মিটার)।
- এর প্রশস্ততা প্রায় ৫৩ মাইল (৮৫ কিমি।
অন্যদিকে,
জিব্রাল্টার প্রণালী:
- এই প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
- এই প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
পক প্রণালী:
- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
- এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে যুক্ত করেছে।
উৎস: Britannica.
0
Updated: 5 months ago