A lion may be helped even by a little mouse.
A
A little mouse may even help a lion.
B
Even a little mouse may help a lion.
C
A little mouse can even help a lion.
D
Even a little mouse ought to help a lion.
উত্তরের বিবরণ
Passive Voice থেকে Active Voice করার নিয়ম
-
Passive এর Object → Active এর Subject হয়।
(যাকে নিয়ে কাজ হচ্ছে, সে হয়ে যায় Active এর কর্তা।) -
Tense অনুযায়ী Auxiliary Verb ঠিক রাখতে হয়।
(যেমন: is, was, will, may ইত্যাদি আগের মতোই থাকবে।) -
Passive-এর Verb এর যেই form থাকে, Active-এও সেই অনুযায়ী মূল verb বসবে।
(যেমন: helped → help) -
Passive-এর Subject → Active এর Object হয়ে যায় এবং verb-এর পরে বসে।
(যেমন: A lion → a lion) -
‘By’, ‘with’, ‘to’, ইত্যাদি Preposition তুলে দেওয়া হয়।
(যেমন: by a little mouse → শুধু a little mouse) -
অতিরিক্ত 'be' verb থাকলে সেটা বাদ যাবে।
(যেমন: may be helped → may help)
উদাহরণ:
-
Passive Voice: A lion may be helped even by a little mouse.
-
Active Voice: Even a little mouse may help a lion.
বিশেষ টিপস:
যেহেতু “even” কথাটি “a little mouse”-কে জোর দিতে ব্যবহার হয়েছে, তাই “even” থাকবে “a little mouse”-এর আগে।

0
Updated: 4 weeks ago
A lion may be helped even by a little mouse.
Created: 4 weeks ago
A
A little mouse may even help a lion.
B
Even a little mouse may help a lion.
C
A little mouse can even help a lion.
D
Even a little mouse ought to help a lion.
Passive Voice থেকে Active Voice করার নিয়ম
-
Passive এর Object → Active এর Subject হয়।
(যাকে নিয়ে কাজ হচ্ছে, সে হয়ে যায় Active এর কর্তা।) -
Tense অনুযায়ী Auxiliary Verb ঠিক রাখতে হয়।
(যেমন: is, was, will, may ইত্যাদি আগের মতোই থাকবে।) -
Passive-এর Verb এর যেই form থাকে, Active-এও সেই অনুযায়ী মূল verb বসবে।
(যেমন: helped → help) -
Passive-এর Subject → Active এর Object হয়ে যায় এবং verb-এর পরে বসে।
(যেমন: A lion → a lion) -
‘By’, ‘with’, ‘to’, ইত্যাদি Preposition তুলে দেওয়া হয়।
(যেমন: by a little mouse → শুধু a little mouse) -
অতিরিক্ত 'be' verb থাকলে সেটা বাদ যাবে।
(যেমন: may be helped → may help)
উদাহরণ:
-
Passive Voice: A lion may be helped even by a little mouse.
-
Active Voice: Even a little mouse may help a lion.
বিশেষ টিপস:
যেহেতু “even” কথাটি “a little mouse”-কে জোর দিতে ব্যবহার হয়েছে, তাই “even” থাকবে “a little mouse”-এর আগে।

0
Updated: 4 weeks ago