‘আব্দুল্লাহ’ উপন্যাসের লেখকের নাম-
A
কাজী ইমদাদুল হক
B
মীর মোশাররফ হোসেন
C
ইসমাইল হোসেন সিরাজী
D
মোজাম্মেল হক
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো কাজী ইমদাদুল হক।
-
‘আব্দুল্লাহ’ একটি প্রখ্যাত সামাজিক উপন্যাস, যা কাজী ইমদাদুল হক রচনা করেছেন।
-
উপন্যাসটি মূলত সমাজের অসাম্য, অসহায় মানুষের দুর্দশা এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরে।
-
এটি অসমাপ্ত উপন্যাস; কাজী ইমদাদুল হক ৩০টি পরিচ্ছেদ লিখেছেন, বাকি ১১টি পরিচ্ছেদ আনোয়ারুল কাদির সম্পন্ন করেছেন।
-
উপন্যাসে চরিত্রচিত্রায়ণ, সামাজিক অবস্থার প্রভাব এবং মানুষের মনস্তাত্ত্বিক দিক খুব সাবলীলভাবে ফুটে উঠেছে।
-
সাহিত্যিক ও পাঠক সমাজে ‘আব্দুল্লাহ’ সামাজিক বাস্তবতার উপর গভীর প্রভাব রাখে এবং বাংলা উপন্যাস সাহিত্যের গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত।
-
কাজী ইমদাদুল হকের এই কাজ বাংলা সাহিত্য ইতিহাসে সামাজিক উপন্যাসের মান ও গুরুত্ব বৃদ্ধি করেছে।
0
Updated: 3 hours ago
'Translate' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 months ago
A
পারিভাষিক
B
দোভাষী
C
অনুবাদক
D
অনুবাদ করা
কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা
| ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
|---|---|
| Translate | অনুবাদ করা |
| Technical | পারিভাষিক |
| Interpreter | দোভাষী |
| Translator | অনুবাদক |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান
0
Updated: 2 months ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
প্রবোধচন্দ্রিকা
B
ইতিহাসমালা
C
লিপিমালা
D
কথামালা
'কথামালা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি শিক্ষামূলক গ্রন্থ, যা বাংলা শিক্ষাসাহিত্যে বিশেষ গুরুত্ব বহন করে। বিদ্যাসাগর তার জীবদ্দশায় নানা ধরনের রচনা করেছেন, যা শিক্ষামূলক ও সাহিত্যিক উভয় ক্ষেত্রেই সমাদৃত।
-
অনুবাদ গ্রন্থ:
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
-
-
মৌলিক রচনা:
-
অতি অল্প হইল
-
আবার অতি অল্প হইল
-
ব্রজবিলাস
-
বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা
-
রত্ন পরীক্ষা
-
-
শিক্ষামূলক গ্রন্থ:
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
-
কথামালা
-
-
অন্যান্য গ্রন্থ ও রচয়িতা:
-
প্রবোধচন্দ্রিকা – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
লিপিমালা – রামরাম বসু
-
ইতিহাসমালা (১৮১২) – উইলিয়াম কেরি, যা বিভিন্ন বিষয়ের ১৫০টি গল্পের সংগ্রহ
-
0
Updated: 1 month ago
'দনুবানু' চরিত্রটি কার সৃষ্টি?
Created: 2 months ago
A
প্যারীচাঁদ মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
কালীপ্রসন্ন সিংহ
হুতোম প্যাঁচার নকশা
-
‘হুতোম প্যাঁচার নকশা’ আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন একটি গদ্য উপাখ্যান।
-
এটি ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে লেখা হয়েছে।
-
রচনাটি মূলত ব্যঙ্গ-বিদ্রূপাত্মক সামাজিক নকশা জাতীয়।
-
উল্লেখযোগ্য চরিত্র: দনুবানু।
কালীপ্রসন্ন সিংহ
-
বাংলা সাহিত্যে ‘হুতোমী বাংলা’ রীতির প্রবর্তক।
-
‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে তিনি পরিচিত।
-
জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাকোয়া, ১৮৪০ সালে।
-
‘হুতোমী বাংলা’ ভাষা রীতি অনুসরণ করে সাহিত্য রচনা করেছেন।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago