In each of the following questions, a sentence has been given in Active (or Passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive (or Active) voice : I know him.
A
He is known by me.
B
He was known to me.
C
He has been known by me.
D
He is known to me.
উত্তরের বিবরণ
Present Indefinite Tense-এর Active থেকে Passive Voice করার নিয়ম
-
Object-টি subject হয়ে যাবে
-
এরপর বসবে am/is/are (subject অনুযায়ী)
-
তারপর বসবে main verb-এর past participle form
-
এরপর by/to/with/in ইত্যাদি
-
তারপর subject-এর objective form (যেমন: I → me, we → us)
✅ "known" এর পর সবসময় to বসে, by/in/with বসে না।
Active Voice: I know him.-
Passive Voice: He is known to me.

0
Updated: 4 weeks ago
She sings better than her sister. Here, 'Better' is a/an -
Created: 1 week ago
A
noun
B
verb
C
adverb
D
adjective
Correct Answer: adverb
ব্যাখ্যা:
-
বাক্যে "better" শব্দটি verb 'sings' কে modify করছে।
-
প্রশ্ন করা যায়: "She sings how?" — উত্তর: better
-
অর্থাৎ, সে কীভাবে গান গায় — তার মান বা উপায় বোঝাচ্ছে।
-
তাই এখানে 'better' হলো comparative adverb of manner (ক্রিয়ার তুলনামূলক রূপে ব্যবহৃত manner নির্দেশক ক্রিয়া বিশেষণ)।
-
সুতরাং, বাক্যে 'better' হলো adverb।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) Noun: 'Better' এখানে কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার নাম নয়, তাই noun নয়।
-
খ) Verb: 'Better' নিজে কোনো কাজ করছে না, বরং ক্রিয়াকে modify করছে।
-
ঘ) Adjective: যদি বাক্য হতো: "She is a better singer", তখন 'better' হতো adjective, কারণ 'singer' নামের মান বোঝাচ্ছে।

0
Updated: 1 week ago
Choose the word from the alternatives, where the prefix or suffix has not been used properly.
Created: 1 week ago
A
unassuming
B
unbelievable
C
unabated
D
uncautious
Correct Prefix Usage
• Answer:
-
ঘ) uncautious → ভুল প্রিফিক্স ব্যবহার হয়েছে
-
সঠিক শব্দ: incautious (prefix "in-")
• Incautious (Adjective)
-
Bangla Meaning: অসাবধান; অসতর্ক
• অন্যান্য উদাহরণ (সঠিক প্রিফিক্স “un-” ব্যবহার করা হয়েছে):
-
unassuming (Adjective): Modest, not arrogant — নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; বিনয়ী; অমায়িক
-
unbelievable (Adjective): Difficult to believe — (১) অবিশ্বাস্য; (২) কথ্য: অত্যন্ত বিস্ময়কর
-
unabated (Adjective): Without weakening — (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড; অপ্রতিহত
• Note:
-
uncautious-এ “un-” প্রিফিক্সটি ভুলভাবে ব্যবহার হয়েছে; সঠিক রূপ হলো incautious।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Only the brave deserve the fair. (negative)
Created: 1 week ago
A
None but brave deserves the fair.
B
None but the brave deserve the fair.
C
None except the brave deserves the fair.
D
Not only the brave deserve the fair.

0
Updated: 1 week ago