কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
A
মুসা ইব্রাহীম
B
নিশাত মজুমদার
C
এমএ মুহিত
D
ওয়াসফিয়া নাজরীন
উত্তরের বিবরণ
বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এভারেস্ট জয় একটি বিশেষ অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম ২৩ মে ২০১০ সালে এভারেস্টে আরোহণ করে দেশের নাম বিশ্ব মানচিত্রে তুলে ধরেন। এরপর এম এ মুহিত ২১ মে ২০১১ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শিখর ছোঁয়, এবং পরবর্তীতে তিনি দুই ভিন্ন পথে দুইবার এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেন। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার ১৯ মে ২০১২ সালে সফলভাবে শীর্ষবিন্দু স্পর্শ করেন।
• মুসা ইব্রাহীম: প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী
• এম এ মুহিত: দুইবার এভারেস্ট জয়
• নিশাত মজুমদার: প্রথম বাংলাদেশি নারী অভিযাত্রী
0
Updated: 4 hours ago
প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী কে?
Created: 2 months ago
A
রৌশন আরা বেগম
B
জেসমিন আরা বেগম
C
নিশাত মজুমদার
D
ওয়াসফিয়া নাজরীন
এভারেস্ট জয়ী বাংলাদেশী নারী
-
নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী, যিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেন।
-
তারিখ ও সময়: ১৯ মে ২০১২, শনিবার, স্থানীয় সময় সকাল ৯:৩০
-
সহযোগী বাংলাদেশী: এম এ মুহিত
-
নিশাতের আগে ২০০৭ সালে তিনি হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১,৮৩০ ফুট) জয় করেন।
-
মুসা ইব্রাহিম ছিলেন প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয়ী (২৩ মে ২০১০)।
তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা, ১৯ মে ২০১২
0
Updated: 2 months ago
সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
Created: 2 months ago
A
২৯,০১৩ ফুট
B
২৯,০৩২ ফুট
C
২৯,৪৮৮ ফুট
D
২৯,৭৩২ ফুট
এভারেস্ট পর্বত
-
সংজ্ঞা: মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত।
-
অবস্থান: দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায়, চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে।
-
উৎপত্তি: তিব্বত এবং নেপালের সীমান্তে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে লক্ষ লক্ষ বছর আগে গঠিত।
-
উচ্চতা: ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩২ ফুট)।
-
ভৌগোলিক অবস্থা: হিমালয়ের মাঝের অংশে অবস্থিত।
উৎস:
i) Britannica
ii) National Geographic
0
Updated: 2 months ago
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
Created: 3 weeks ago
A
শিরিন সুলতানা
B
তানজিলা নিশাত
C
ওয়াসফিয়া নাজনীন
D
নিশাত মজুমদার
বাংলাদেশের প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। তিনি ১৯ মে ২০১২ সালে নেপালের উত্তর মুখ থেকে চূড়ায় পৌঁছে প্রথম বাংলাদেশি নারী হন যার এ দীর্ঘ ও সাহসী অভিযানে তিনি সফল হন ।
0
Updated: 3 weeks ago