A
to offer a person what he cannot eat
B
to force a person to do something
C
to raise obstacle
D
to reverse the natural order of things
উত্তরের বিবরণ
Put the cart before the horse
English Meaning: Doing something in the wrong order / doing something before its proper time.
Bangla Meaning: যা আগে করা উচিত, সেটা না করে পরের কাজ আগে করা / কাজের সঠিক ধারাবাহিকতা না মেনে উল্টোভাবে করা।
Example Sentence (English):
Aren’t you putting the cart before the horse by deciding what to wear for the wedding before you've even been invited?
Example Sentence (Bangla):
তোমাকে এখনো বিয়েতে দাওয়াতই দেওয়া হয়নি, অথচ তুমি এখনই ভাবছো কী পরবে – এটা তো অনেকটা আগে ঘোড়া না জুড়ে গাড়ি ঠেলে দেওয়ার মতো!
Source: Live MCQ Lecture.

0
Updated: 4 weeks ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 1 week ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional

0
Updated: 1 week ago
Choose the best option.
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
Created: 4 weeks ago
A
arbitrary
B
methodical
C
capricious
D
reckless
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
- অর্থাৎ বিজ্ঞানীকে প্রশংসা করা হয়েছে তার এমন একটি পদ্ধতির জন্য, যা তথ্য-নির্ভর, অনুমানের ওপর নয়।
ক) arbitrary (ইচ্ছামতো / খামখেয়ালীভাবে)
- এই শব্দটি বোঝায় এমন সিদ্ধান্ত যা যুক্তিহীন বা এলোমেলো।
- উদাহরণ: "He made an arbitrary decision without any evidence."
- এই শব্দটি নেতিবাচক, যা প্রশ্নের প্রেক্ষাপটে উপযুক্ত নয়।
খ) methodical (পদ্ধতিগত / সুশৃঙ্খল)
- এর মানে: কাজটি পরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিতভাবে করা হয়েছে।
- উদাহরণ: "Her methodical research led to a breakthrough."
- এটি প্রশ্নে দেওয়া তথ্য-নির্ভর, গঠনমূলক কাজের সঙ্গে ভালোভাবে মানানসই।
গ) capricious (খামখেয়ালী / পরিবর্তনশীল মেজাজ)
- এর মানে: যার সিদ্ধান্ত বা আচরণ হঠাৎ বদলায়, অবিশ্বাসযোগ্য।
- উদাহরণ: "His capricious behavior made him hard to work with."
- এটি নেতিবাচক এবং প্রশ্নের প্রেক্ষাপটে মানায় না।
ঘ) reckless (উদ্বিগ্নভাবে সাহসী / দায়িত্বজ্ঞানহীনভাবে সাহসী)
- মানে: দায়িত্বজ্ঞানহীন বা ঝুঁকিপূর্ণভাবে কাজ করা।
- উদাহরণ: "Reckless driving causes many accidents."
- এটিও নেতিবাচক এবং তথ্য-নির্ভর বা সুশৃঙ্খল পদ্ধতির বিপরীত।
- সঠিক উত্তর: খ) methodical
- কারণ: প্রশ্নটি বলছে বিজ্ঞানী তথ্যের ওপর নির্ভর করেছেন, অনুমানের ওপর নয়। এটি একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত (methodical) আচরণকে নির্দেশ করে।

0
Updated: 4 weeks ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 3 weeks ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago