One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:
A
He has no desire for fame.
B
I intend going to Rajshahi.
C
He is too miserly to part with his money.
D
He has invited me for dinner.
উত্তরের বিবরণ
ভুল বাক্য
I intend going to Rajshahi.
এই বাক্যটি ভুল। কারণ intend ক্রিয়ার পর to + verb-এর মূল রূপ (infinitive) বসে।
সঠিক বাক্য:
I intend to go to Rajshahi.
বাংলা অর্থ: আমি রাজশাহী যাওয়ার ইচ্ছা রাখি।
intend (verb) মানে:
-
ইচ্ছা করা
-
মনস্থ/সংকল্প করা
-
কোনো কাজ করার অভিপ্রায় থাকা
অন্য সঠিক বাক্যগুলোর বিশ্লেষণ:
(ক) He has no desire for fame.
বাংলা অর্থ: তার খ্যাতির প্রতি কোনো ইচ্ছা নেই।
এখানে desire for মানে হলো: কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা ইচ্ছা।
(গ) He is too miserly to part with his money.
বাংলা অর্থ: সে এতটাই কৃপণ যে তার টাকা খরচ করতে চায় না।
too...to গঠন বোঝায় – “এতটাই...যে...না”।
(ঘ) He has invited me for dinner.
বাংলা অর্থ: সে আমাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
invite এর পরে to বা for প্রিপজিশন বসে (উদ্দেশ্য অনুযায়ী)।

0
Updated: 2 months ago
Which of the following pairs represents an incorrect synonym?
Created: 1 month ago
A
Extirpate: Destroy
B
Intrepid: Unheroic
C
Amenable: Responsible
D
Temerity: Audacity
• The incorrect synonym pair is — খ) Intrepid: Unheroic
-
Intrepid (অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক) এবং Unheroic (অবীরোচিত; ভীরুতার পরিচায়ক) পরস্পর বিপরীত অর্থের, সমার্থক নয়।
• Other options:
-
ক) Extirpate (সম্পূর্ণ ধ্বংস করা) ↔ Destroy (ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ করা)
-
গ) Amenable ((ব্যক্তি) সংবেদনশীল; বাধ্য; (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী) ↔ Responsible ((ব্যক্তি) আইনত অথবা নীতিগতভাবে দায়ী)
-
ঘ) Temerity (হঠকারিতা; দুঃসাহস) ↔ Audacity (দুঃসাহস; স্পর্ধা; ধৃষ্টতা)
-
এই শব্দগুলো পরস্পর সমার্থক (synonyms)।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Transform it into an assertive sentence:
Isn’t he your friend?
Created: 4 weeks ago
A
He is not your friend.
B
He is your friend.
C
He may be your friend.
D
He will be your friend.
এই প্রশ্নে negative interrogative বাক্যকে assertive sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— He is your friend.
-
মূল বাক্য: Isn’t he your friend?
-
এটি এমন একটি প্রশ্ন যা মূলত “সে তোমার বন্ধু” এই ধারণা নিশ্চিত করতে চায়।
-
Assertive sentence-এ রূপান্তরের সময় প্রশ্নের অর্থ এবং ভাব অক্ষুণ্ণ রাখা হয়।
-
যেহেতু বক্তা আশা করছে উত্তর হবে হ্যাঁ, তাই assertive রূপ হবে: He is your friend.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He is not your friend → মূল প্রশ্নের ভাবের বিপরীত অর্থ প্রকাশ করে।
-
গ) He may be your friend → এটি অনিশ্চয়তা বোঝায়, যা মূল প্রশ্নে নেই।
-
ঘ) He will be your friend → এটি ভবিষ্যৎ কাল বোঝায়, অথচ প্রশ্নটি বর্তমান সম্পর্কে।

0
Updated: 4 weeks ago
Choose the correct complex sentence of:
"He was intelligent enough to solve the problem."
Created: 2 months ago
A
He was so intelligent that he could solve the problem.
B
He was intelligent and solved the problem.
C
He solved the problem because he was intelligent.
D
Being intelligent, he solved the problem.
Original Sentence: He was intelligent enough to solve the problem.
Sentence Type: Simple Sentence (with structure: adjective + enough + to-infinitive)
Complex Form:
-
Structure: so + adjective + that + clause
-
Converted: He was so intelligent that he could solve the problem. ✅
Other Options Analysis:
-
He was intelligent and solved the problem. → Compound Sentence
-
He solved the problem because he was intelligent. → Complex Sentence, but expresses a reason differently, not the "enough to" structure
-
Being intelligent, he solved the problem. → Simple Sentence starting with a participle
✅ Correct Answer: He was so intelligent that he could solve the problem

0
Updated: 2 months ago