পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনোটি?
A
কার্বন-ডাই-অক্সাইড
B
নাইট্রোজেন
C
মিথেন
D
নাইট্রাস গ্যাস
উত্তরের বিবরণ
পৃথিবীর বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের সমন্বয়ে গঠিত এবং এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। সাধারণভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন প্রায় ৭৮.০২%, অক্সিজেন ২০.৭১%, কার্বন ডাই-অক্সাইড মাত্র ০.০৩% এবং মিথেন খুব সামান্য অর্থাৎ ০.০০০০২% পরিমাণে বিদ্যমান। যদিও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কম, তবুও এটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণগুলোর একটি।
• কার্বন ডাই-অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, যা তাপ আটকে রেখে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে।
• মিথেনও শক্তিশালী গ্রিনহাউস গ্যাস হলেও এর ঘনত্ব কম।
• ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ CFC (Chlorofluorocarbon), যা স্প্রে, রেফ্রিজারেটর ও শিল্প যন্ত্রে ব্যবহৃত হত।
• ওজোন স্তর ক্ষয় হলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছে জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের ক্ষতি করে।
0
Updated: 5 hours ago
কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়?
Created: 1 month ago
A
৯১°
B
১০০°
C
৯৭°
D
৯৫°
গলনাংক:
- আমরা জানি শীতল অবস্থায় পানি কঠিন বরফ হিসেবে থাকে।
- প্রমাণ চাপে বরফ ০° সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়।
- পানির গলনাংক কত সেলসিয়াসে হয়?
- অর্থাৎ, পানির গলনাংক ০° সেলসিয়াস।
স্ফুটনাংক:
- প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
- অর্থাৎ, পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস।
0
Updated: 1 month ago