Rishan walks as if he ____ lame.
A
is
B
had been
C
has
D
were
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 4 weeks ago
__________ others is a great deed.
Created: 1 month ago
A
To help
B
Help
C
To helping
D
To have helped
নিশ্চিত উত্তর: ক) To help
সম্পূর্ণ বাক্য: To help others is a great deed.
বাংলায় অর্থ: অন্যদের সাহায্য করা একটি মহান কাজ।
• এই বাক্যে "To help others" হলো subject, অর্থাৎ বাক্যের বিষয়বস্তু। এখানে infinitive (to + verb) ফর্ম ব্যবহার করা হয়েছে।
• যখন subject হিসেবে verb ব্যবহার করা হয়, তখন সাধারণত "to + verb" (infinitive) অথবা "verb + ing" (gerund) ব্যবহার করতে হয়।
অন্য অপশনগুলো দেখে নেওয়া যাক:
খ) Help:
→ শুধু verb-এর base form; subject হিসেবে এটি ভুল, কারণ subject-এ "to" ছাড়া verb আসে না।
গ) To helping:
→ ভুল ব্যবহার, কারণ “to” এর পর verb-এর base form (to + verb) থাকা উচিত, gerund (verb + ing) নয়।
ঘ) To have helped:
→ এটি perfect infinitive, তবে এখানে simple infinitive দরকার।
সারসংক্ষেপ:
Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম (infinitive) ব্যবহার করতে হবে।
যেমন, "To help others is good."
Infinitive কি?
Infinitive হলো verb-এর একটি ফর্ম, যা সাধারণত "to + verb" আকারে থাকে এবং বাক্যে subject বা object হিসেবে কাজ করে।
যেমন:
-
I want to eat.
-
To read books is fun.
Infinitive দুই ধরনের:
১) To-সহ infinitive: যেমন to go, to play, to help
২) To-বিহীন infinitive (bare infinitive): সাধারণত কিছু বিশেষ verb যেমন let, make, help ইত্যাদির পরে ব্যবহৃত হয়।
যেমন: I helped them study.
সংক্ষেপে: Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম সঠিক। তাই এখানে সঠিক উত্তর হলো: To help

0
Updated: 1 month ago
'Into the ____ of death rode the six hundred'.
Created: 1 month ago
A
city
B
tunnel
C
road
D
valley
• শূন্যস্থান পূরণ: valley
পূর্ণ বাক্য: Into the valley of Death rode the six hundred.
এই লাইনটি এসেছে আলফ্রেড টেনিসনের লেখা কবিতা ‘The Charge of the Light Brigade’ থেকে।
• উদ্ধৃত লাইন:
"Into the valley of Death
Rode the six hundred"
এই দুটি লাইন কবিতার প্রথম স্তবকের শেষ অংশ।
• The Charge of the Light Brigade:
-
এটি আলফ্রেড টেনিসন রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতাটি ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধের সময় ‘Battle of Balaklava’ নামক একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যেখানে ব্রিটিশ, ফরাসি ও তুর্কি সেনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে।
-
এই যুদ্ধেই একদল ব্রিটিশ সৈন্য সাহসিকতার সাথে ভুল আদেশে শত্রুর মুখে এগিয়ে যায়, এবং সেই ঘটনা নিয়েই কবিতাটি লেখা হয়।
• Alfred, Lord Tennyson সম্পর্কে সংক্ষেপে:
-
পুরো নাম: Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater।
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত গীতিকবি (lyric poet)।
• টেনিসনের কিছু উল্লেখযোগ্য কবিতা ও রচনা:
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
The Vision of Sin
-
Morte D'Arthur
-
The Falcon
-
In Memoriam (একটি এলিগি বা শোকগাথা)
-
Queen Mary (কমেডি)
-
Harold
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
The Climax of a plot is what happens-
Created: 1 week ago
A
in the beginning
B
at the height
C
at the end
D
in the confrontation
ক্লাইম্যাক্স (Climax)
-
গল্প বা নাটকের ক্লাইম্যাক্স হলো সেই মুহূর্ত যখন ঘটনা সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছায়।
-
এটি হলো প্লটের “উচ্চ বিন্দু” বা turning point, যেখানে ঘটনার উত্তরণ শেষ হয় এবং পতনের দিকে ধাবিত হয়।
-
গল্পের rising action ক্লাইম্যাক্স পর্যন্ত উত্তেজনা বাড়ায়, আর ক্লাইম্যাক্সের পর falling action শুরু হয়।
সহজভাবে বললে:
ক্লাইম্যাক্স হলো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর বা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মূল ঘটনার চূড়ান্ত মোড় হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
নাটক Oedipus এ Antigone-এর মৃত্যু হলো ক্লাইম্যাক্স।
-
বাক্য “He smiles, he laughs and he roars.” এ ক্লাইম্যাক্স হলো বাক্যের শেষ অংশে।
সূত্র: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago