কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়?
A
২১ জুন
B
২২ ডিসেম্বর
C
২৩ সেপ্টেম্বর
D
৫ জানুয়ারি
উত্তরের বিবরণ
একদিনে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হওয়ার ঘটনাকে বিষুবদিন বলা হয়। এটি বছরে দু’বার ঘটে, যার একটি হলো ২৩ সেপ্টেম্বর। এ সময় সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখায় পড়ে এবং পৃথিবীর উভয় গোলার্ধ সমান আলো পায়। নিচে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য তালিকা আকারে দেওয়া হলো।
-
২৩ সেপ্টেম্বর শরৎ বিষুব নামে পরিচিত, এদিন দিন-রাত প্রায় ১২ ঘণ্টা করে থাকে।
-
সূর্য ঠিক বিষুবরেখার উপর লম্বভাবে আলো দেয়, তাই পৃথিবীর উত্তর ও দক্ষিণ দুই গোলার্ধেই আলো বণ্টন সমান হয়।
-
এদিন সূর্য পূর্ব দিকের ঠিক মাঝখান থেকে উদয় হয় এবং পশ্চিম দিকের ঠিক মাঝখানে অস্ত যায়।
-
পৃথিবীর ২৩.৫° অক্ষীয় ঝোঁক থাকার পরও বছরের এই সময়ে সূর্যের অবস্থান এমন থাকে যে আলো বিতরণ সমান হয়ে যায়।
-
২৩ সেপ্টেম্বরের পর সূর্য দক্ষিণ গোলার্ধে সরে যেতে শুরু করে, ফলে সেখানে দিন বড় হয়।
-
আরেকটি বিষুব দিন হলো ২১ মার্চ, যাকে বসন্ত বিষুব বলা হয়, তবে প্রশ্ন অনুযায়ী ২৩ সেপ্টেম্বরের ঘটনাটিই প্রযোজ্য।
0
Updated: 6 hours ago
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
Created: 4 days ago
A
তাকশশিলা বিশ্ববিদ্যালয়
B
নালন্দা বিশ্ববিদ্যালয়
C
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
D
আল-আজহার বিশ্ববিদ্যালয়
নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সংগঠিত ও আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি ছিল প্রাচীন ভারতের জ্ঞান ও শিক্ষার কেন্দ্র, যেখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে অধ্যয়ন করত।
-
অবস্থান: নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহার রাজ্যের রাজগিরের নিকটে অবস্থিত।
-
প্রতিষ্ঠাকাল: আনুমানিক খ্রিস্টীয় ৫ম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত (৪১৫–৪৫৫ খ্রি.) এটি প্রতিষ্ঠা করেন।
-
শিক্ষা ব্যবস্থা: এখানে দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, ধর্মতত্ত্ব, ব্যাকরণসহ বহু বিষয় পড়ানো হতো।
-
শিক্ষার্থী সংখ্যা: প্রায় ১০,০০০ ছাত্র ও ২,০০০ শিক্ষক একসঙ্গে অধ্যয়ন ও অধ্যাপনায় যুক্ত ছিলেন।
-
বিশ্বজুড়ে প্রভাব: চীন, কোরিয়া, জাপান ও তিব্বত থেকে বহু ছাত্র এখানে শিক্ষা নিতে আসত। চীনা ভিক্ষু হিউয়েন সাং ও ই-চিং এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সম্পর্কে বিস্তারিত লিখেছেন।
-
ধ্বংস: ১১৯৩ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি নালন্দাকে আগুন দিয়ে ধ্বংস করে দেন।
-
বর্তমান অবস্থা: ভারতের সরকার ২০১০ সালে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় প্রতিষ্ঠা করে, যা এখন ইউনেস্কো ও বহু দেশের সহায়তায় পরিচালিত হচ্ছে।
0
Updated: 4 days ago
শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
Created: 3 weeks ago
A
ভারতীয়
B
আরব
C
গ্রিক
D
চীন
0
Updated: 3 weeks ago
বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার কোনটি?
Created: 4 weeks ago
A
শিশু একাডেমি পুরষ্কার
B
স্বাধীনতা দিবস পুরষ্কার
C
বাংলা একাডেমি পুরষ্কার
D
২১শে পদক
বাংলাদেশে সাহিত্যে প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা হলো ২১শে পদক।
এটি ১৯৭৬ সালে প্রবর্তিত হয়।
ভাষা আন্দোলন ও জাতীয় সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এটি প্রদান করা হয়।
সাহিত্যের পাশাপাশি শিল্প, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রেও এই পদক প্রদান করা হয়।
0
Updated: 4 weeks ago