Reason is the highest faculty ______ on human by their creator.
A
entrusted
B
endowed
C
bestowed
D
conferred
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – bestowed
-
সম্পূর্ণ বাক্য: Reason is the highest faculty bestowed on human by their creator.
-
বাংলা অর্থ: যুক্তি বা বিচারশক্তি হলো মানুষের প্রতি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার বা ক্ষমতা।
🔹 Bestow on/upon
-
ইংরেজি অর্থ: কাউকে সম্মান বা উপহার হিসেবে কিছু দেওয়া।
-
বাংলা অর্থ: প্রদান করা; উপহার বা সম্মান হিসেবে কিছু দেওয়া।
অন্য বিকল্প শব্দগুলোর সহজ ব্যাখ্যা
ক) entrusted
-
কাউকে কোনো দায়িত্ব বা কাজ বিশ্বাস করে দেওয়া।
-
উদাহরণ: He entrusted the keys to his friend. (সে বন্ধুকে চাবিটা দিয়ে বিশ্বাস করল।)
খ) endowed
-
কোনো প্রতিষ্ঠানকে আয় বা সাহায্যের জন্য দান করা।
-
আর একটি অর্থ: কেউ জন্মসূত্রে কোনো গুণ বা ক্ষমতা নিয়ে জন্মেছে।
-
উদাহরণ: She is endowed with great intelligence. (সে জন্মগতভাবে খুব বুদ্ধিমতী।)
ঘ) conferred
-
সম্মানসূচক খেতাব, ডিগ্রি বা উপাধি প্রদান করা।
-
উদাহরণ: The university conferred a degree on him. (বিশ্ববিদ্যালয় তাকে একটি ডিগ্রি প্রদান করেছে।)
উৎস: কেমব্রিজ ডিকশনারি, বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 2 months ago
She succeeded ___________ her good work
Created: 2 months ago
A
because
B
since
C
because of
D
as
নিশ্চিত উত্তর হলো: গ) because of
সম্পূর্ণ বাক্য: She succeeded because of her good work.
বাংলা অর্থ: সে সফল হয়েছে তার ভালো কাজের কারণে।
• "Because of" একটি preposition, অর্থাৎ এটি noun বা noun phrase-এর আগে বসে কারণ বোঝাতে।
-
এখানে "her good work" একটি noun phrase, তাই এর আগে কারণ বোঝাতে "because of" ব্যবহার করা হয়।
অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:
ক) because: কারণ বোঝায়, কিন্তু এর পর অবশ্যই একটি পূর্ণ বাক্য (subject + verb) থাকা লাগে।
খ) since: অর্থ সময় বা কারণ বোঝাতে পারে, তবে এর পরও পূর্ণ বাক্য আসে।
ঘ) as: কারণ বোঝাতে ব্যবহৃত হয়, এবং এর পর পূর্ণ বাক্য আসে।
সহজ করে বললে:
"Because of" ব্যবহৃত হয় যখন কারও বা কোনও কিছুর কারণে কিছু হয়েছে, আর এর পর noun বা noun phrase থাকে।
আর "because," "since," "as" এর পর পূর্ণ বাক্য থাকে কারণ তারা conjunction, অর্থাৎ দুটি বাক্য/joint clause জোড়া দেয়।
তাই এখানে কারণ হিসেবে noun phrase থাকার জন্য সঠিক হবে "because of"।
সূত্র: Cambridge Dictionary, Accessible Dictionary.

0
Updated: 2 months ago
Fill in the blank with the correct phrase: He ____ arrested if he had tried to leave the country.
Created: 2 months ago
A
would
B
could be
C
would have been
D
must be
সঠিক উত্তর: would have been
🔸 পূর্ণ বাক্য: He would have been arrested if he had tried to leave the country.
🔸 এই বাক্যটি Third Conditional বা 3rd Conditional ধরনের একটি বাক্য।
Conditional Sentence
একটি Conditional sentence-এ সাধারণত দুটি অংশ থাকে:
-
If-clause → শর্তের অংশ
-
Main clause (Principal clause) → ফলাফলের অংশ
এই ধরনের বাক্যকে অনেক সময় If-clause sentence-ও বলা হয়।
3rd Conditional এর সহজ নিয়ম
যদি If-clause এ থাকে: had + verb এর 3rd form (V3)
তাহলে Main clause এ থাকবে: would/could/might + have + V3
উদাহরণ:
If he had studied well, he would have passed the exam.
(যদি সে ভালোভাবে পড়াশোনা করত, তাহলে সে পরীক্ষায় পাস করত।)
আমাদের মূল বাক্যেও ঠিক এই গঠন অনুসরণ করা হয়েছে:
-
If-clause: if he had tried to leave the country → (had + V3 আছে)
-
Main clause: he would have been arrested → (would + have + V3 আছে)
তাই এখানে "would have been" ব্যবহার করা একদম ঠিক হয়েছে।
সংক্ষেপে মনে রাখো:
If + had + V3 → would/could/might + have + V3

0
Updated: 2 months ago
I opened the door as soon as I ___ the bell.
Created: 3 months ago
A
have heard
B
was hearing
C
am heard
D
heard
• “As soon as” ব্যবহারে উভয়পাশের tense একই রকম হয়।
যদি “as soon as”-এর আগে Past Indefinite tense ব্যবহৃত হয়, তাহলে এর পরেও Past Indefinite tense-ই বসে।
উল্লেখিত বাক্যে “as soon as”-এর আগে ব্যবহৃত হয়েছে “opened” — যা Past Indefinite। সে অনুযায়ী, “as soon as”-এর পরেও Past Indefinite ব্যবহৃত হবে।
তাই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে: heard
সম্পূর্ণ বাক্য: I opened the door as soon as I heard the bell.

0
Updated: 3 months ago