Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative from among the four choices given:- Parliamentary democracy demands discipline and _____ to the rules.
A
adherence
B
respectful
C
knowledge
D
awareness
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর: adherence
-
পূর্ণ বাক্য: Parliamentary democracy demands discipline and adherence to the rules.
-
বাংলা অর্থ: সংসদীয় গণতন্ত্র শৃঙ্খলা ও নিয়ম মানার দাবি করে।
• adherence (noun) এর অর্থ
-
ইংরেজি অর্থ: কোনো ব্যক্তি, মতবাদ বা নীতির প্রতি দৃঢ়তা বা অঙ্গীকার।
-
বাংলা অর্থ: আনুগত্য, বিশ্বস্ততা, মেনে চলা।
-
উদাহরণ বাক্য: Ceremony implies honor, and honor implies adherence to traditions.
অর্থ: আনুষ্ঠানিকতা সম্মান বোঝায়, আর সম্মান বোঝায় ঐতিহ্যের প্রতি আনুগত্য।
• কেন adherence সঠিক উত্তর?
-
বাক্যটিতে and এর আগে একটি noun (discipline) আছে। তাই and-এর পরে আরেকটি noun দরকার, যেটি adherence।
-
অর্থের দিক থেকেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা বোঝাতে adherence সবচেয়ে উপযুক্ত।
• বাকি অপশনগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা:
-
খ) respectful → adjective (বিশেষণ), মানে: সশ্রদ্ধ।
-
গ) knowledge → noun (বিশেষ্য), মানে: জ্ঞান, অভিজ্ঞতা।
-
ঘ) awareness → uncountable noun, মানে: সচেতনতা, সতর্কতা।
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary

0
Updated: 2 months ago
Women are too often ______ by family commitments.
Created: 1 month ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
She is beautiful but she is ____ her mother.
Created: 2 months ago
A
most beautiful
B
less beautiful
C
as beautiful
D
not so beautiful as
সঠিক উত্তর হবে: not so beautiful as
-
পূর্ণ বাক্যটি হবে: She is beautiful but she is not so beautiful as her mother.
• ইংরেজি ব্যাকরণে কিছু conjunction আছে যেগুলোর দুটি অংশ থাকে এবং এদের একত্রে correlative conjunction বলা হয়। এই ধরনের সংযুক্তি বাক্যে ভারসাম্য বজায় রাখে এবং দুটি শব্দ, বাক্যাংশ বা clause-কে যুক্ত করে।
-
সাধারণ correlative conjunction-এর কিছু উদাহরণ:
as…as, so…as, such…that, not only…but also, hardly…before/when, no sooner…than, neither…nor, either…or, both…and, the same…as ইত্যাদি।
• যখন বাক্যে but ব্যবহৃত হয়, তখন সাধারণত পরবর্তী adjective বা phrase-টি নেতিবাচক রূপ ধারণ করে।
-
তাই এই ক্ষেত্রে ‘not as beautiful as’ অথবা ‘not so beautiful as’ ব্যবহার করাটাই সঠিক হবে।
Reference: A Passage to the English Language – S.M Zakir Hussain

0
Updated: 2 months ago
We need two hundred dollars ____ this to pay for everything.
Created: 2 months ago
A
as well
B
also
C
beside
D
besides
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে - besides
-
পূর্ণ বাক্য: We need two hundred dollars besides this to pay for everything.
(আমাদের এই টাকার পাশাপাশি আরও দুইশো ডলার প্রয়োজন সব খরচ মেটাতে।)
• Besides শব্দের ব্যাখ্যা:
-
ইংরেজি অর্থ: in addition to; also
-
বাংলা অর্থ: তদুপরি, ছাড়াও, অতিরিক্তভাবে, আরও।
• সাধারণত besides শব্দটি তখন ব্যবহার হয়, যখন কোনো কিছুর সাথে আরেকটি অতিরিক্ত বা বাড়তি চাহিদা বোঝাতে চাই। এটি প্রায়ই বাক্যে যুক্তভাবে ব্যবহৃত হয়ে থাকে, যাতে বোঝানো হয় কিছু ছাড়াও আরও কিছু প্রয়োজন বা যুক্ত হচ্ছে।

0
Updated: 2 months ago