GDP এর পূর্ণরূপ কী?
A
General Development Process
B
Gross Domestic Product
C
Global Domestic Policy
D
Government Development Plan
উত্তরের বিবরণ
সংক্ষেপে বলা যায়, GDP হলো একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের পরিমাপ। এটি বোঝায় নির্দিষ্ট এক বছরে দেশের সীমার মধ্যে উৎপাদিত সকল পণ্য ও সেবার মোট মূল্য। অর্থনীতির শক্তি ও প্রবৃদ্ধি বিশ্লেষণে GDP সবচেয়ে বেশি ব্যবহৃত সূচক।
তথ্যসমূহ
• GDP বা Gross Domestic Product একটি দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবার বাজারমূল্য বোঝায়।
• এটি সাধারণত বার্ষিক বা ত্রৈমাসিক ভিত্তিতে হিসাব করা হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি মাপার মূল সূচক হিসেবে ব্যবহৃত হয়।
• GDP বৃদ্ধির হার বাড়লে দেশটির উৎপাদনশীলতা ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির ইঙ্গিত মেলে।
• GDP তিনভাবে হিসাব করা যায়: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, এবং ব্যয় পদ্ধতি।
• GDP-তে শুধু দেশের ভৌগোলিক সীমার ভেতরে উৎপাদিত পণ্য ও সেবা গণনা করা হয়; বিদেশে উৎপাদন এর অন্তর্ভুক্ত নয়।
• Real GDP মুদ্রাস্ফীতি বিবেচনা করে প্রকৃত প্রবৃদ্ধি দেখায়, আর Nominal GDP বর্তমান বাজারদরে হিসাব করা হয়।
• নীতি নির্ধারণ, বাজেট পরিকল্পনা, বিনিয়োগ বিশ্লেষণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বোঝার ক্ষেত্রে GDP গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 6 hours ago
২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃ্দ্ধি অর্জনের লক্ষমাত্রা কত?
Created: 1 month ago
A
৫.৬ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৬.৫ শতাংশ
D
৭.৩ শতাংশ
বাজেট ২০২৫-২৬ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
-
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের মোট পরিমাণ: ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
-
বাজেটে ঘাটতি: বাজেটের ৩.৬২ শতাংশ।
-
বাজেটের পরিচালন ব্যয়: ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
-
জিডিপি প্রবৃদ্ধি: ৫.৫ শতাংশ।
-
মূল্যস্ফীতি লক্ষ্য: ৬.৫ শতাংশ।
-
বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযোজন: "জুলাই যোদ্ধা"।
0
Updated: 1 month ago
What is the current per capita GDP of Bangladesh according to the World Bank? [September, 2025]
Created: 1 month ago
A
2,850 US Dollar
B
2,593 US Dollar
C
2,660 US Dollar
D
2,775 US Dollar
বাংলাদেশের মাথাপিছু জিডিপি সাম্প্রতিক বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের অনুযায়ী ২,৫৯৩ মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত শীর্ষে, যার পরপরই অবস্থান করছে বাংলাদেশ। ভারতের বর্তমান মাথাপিছু জিডিপি ২,৬৯৬ মার্কিন ডলার।
-
দক্ষিণ এশিয়ার অবস্থান: ভারত শীর্ষে, বাংলাদেশ দ্বিতীয়
-
বিশ্বের নিম্ন আয়ের ২০টি দেশের মধ্যে: জর্ডান সবচেয়ে এগিয়ে, মাথাপিছু আয় ৪,৬১৮ মার্কিন ডলার
-
বাংলাদেশের অবস্থান: ১২তম
0
Updated: 1 month ago
What is the full form of GDP?
Created: 2 months ago
A
Gross Domestic Product
B
Gross Domestic Production
C
Great Domestic Product
D
Gross Domestic Project
মোট অভ্যন্তরীণ (দেশজ) উৎপাদন (GDP – Gross Domestic Product)
-
সংজ্ঞা: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবাসমূহের সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (GDP) বলা হয়।
-
সারসংক্ষেপ: জিডিপি হলো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবার মান।
-
উল্লেখযোগ্য বিষয়:
-
দেশের মধ্যে অবস্থানরত বিদেশীদের উৎপাদিত দ্রব্য ও সেবা জিডিপিতে অন্তর্ভুক্ত।
-
কিন্তু বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবা জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় না।
-
-
অর্থাৎ, জিডিপি হলো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবার বাজারমূল্য।
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago