In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:- A song embodying religious and sacred emotions _____ .
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
উত্তরের বিবরণ
Hymn (প্রশংসামূলক স্তুতিগান)
-
এটি একটি গীতিকবিতা বা গান যা ঈশ্বর, দেবতা বা কোনো বীর ব্যক্তির প্রশংসায় রচিত।
-
সাধারণত, খ্রিস্টান উপাসনায় এই গানগুলো গাওয়া হয়।
উদাহরণ:
-
A mighty Fortress is our God (মার্টিন লুথার লিখিত) এবং Hymn to Apollo (কিটসের রচনা)।
Ballad (লোকগাঁথা)
-
এটি একটি গল্প বলার কবিতা যা কথোপকথন ও ঘটনার মাধ্যমে কাহিনী প্রকাশ করে।
-
এতে ধর্ম, রাজনীতি, সমাজের নানা বিষয় উঠে আসে। সাধারণত গ্রামীন জীবনের গল্প থাকে।
-
আনন্দ ও বেদনার মিশ্রণে ঘটনা বর্ণনা করা হয়।
Ode (গাথাকবিতা)
-
এটি একটি দীর্ঘ প্রশংসাসূচক গীতিকবিতা যা কখনো দুঃখ দিয়ে শুরু হয়ে শেষ হয় শান্তি বা সান্ত্বনায়।
-
কবি নিজের গভীর অনুভূতি গম্ভীরভাবে প্রকাশ করেন।
-
সাধারণত কোনো বিশেষ ঘটনা বা বিষয়কে মহিমা করা হয়। ছন্দ একটু ভিন্ন হয়।
Lyric (গীতি কবিতা)
-
এটি একটি ছোটো কবিতা বা ছন্দ যা কবির ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ করে।
-
প্রায়ই গান হিসেবে পরিবেশিত হয়।
সূত্র: An ABC of English Literature - Dr. এম মোফিজার রহমান

0
Updated: 4 weeks ago
Fill in the blank with the correct phrase : ______ your shoes before entering the mosque.
Created: 1 month ago
A
put out
B
put off
C
put away
D
put on
সঠিক উত্তর: Put off
পূর্ণ বাক্য: "Put off your shoes before entering the mosque."
এখানে "Put off" মানে হলো জুতা খুলে ফেলা।
Put off
-
পোশাক বা জুতা খুলে ফেলা
-
ভয় বা সন্দেহ থেকে মুক্ত হওয়া
🔹 উদাহরণ: "Put off your shoes before entering the mosque."
(মসজিদে ঢোকার আগে জুতা খুলে ফেলো।)
অন্যান্য কিছু শব্দ এবং তাদের মানে
Put on / Put somebody on
-
কাউকে প্রতারিত করা বা ঠকানো
Put it on
-
নিজেকে কিছু বেশি দেখানো বা ভান করা
(যেমন: কোনো ব্যথা বা কষ্টকে বাড়িয়ে দেখানো।)
Put out (from)
-
নৌকা বা জাহাজ যখন বন্দর ছাড়ে বা যাত্রা শুরু করে
Put something out – এর বিভিন্ন মানে:
-
আগুন বা আলো নিভিয়ে দেওয়া
-
He put out the candle.
-
-
হাড় স্থানচ্যুত হওয়া বা করা
-
He fell and put his shoulder out.
-
-
সুদে টাকা দেওয়া
-
The money was put out at 10% interest.
-
-
উৎপাদন করা
-
The factory puts out 10,000 tons of sugar per year.
-
-
গণমাধ্যমে কিছু প্রচার করা
-
TV is putting out Eid programs.
-
-
ভেংচি কাটা
-
The boy put his tongue out.
-
Put somebody out – এর মানে:
-
হতাশ বা বিব্রত করা
-
Mrs Bushra is easily put out.
-
-
অসুবিধায় ফেলা
-
He was put out by the train delay.
-
Put somebody out (of)
-
কাউকে কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Reason is the highest faculty ______ on human by their creator.
Created: 4 weeks ago
A
entrusted
B
endowed
C
bestowed
D
conferred
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – bestowed
-
সম্পূর্ণ বাক্য: Reason is the highest faculty bestowed on human by their creator.
-
বাংলা অর্থ: যুক্তি বা বিচারশক্তি হলো মানুষের প্রতি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার বা ক্ষমতা।
🔹 Bestow on/upon
-
ইংরেজি অর্থ: কাউকে সম্মান বা উপহার হিসেবে কিছু দেওয়া।
-
বাংলা অর্থ: প্রদান করা; উপহার বা সম্মান হিসেবে কিছু দেওয়া।
অন্য বিকল্প শব্দগুলোর সহজ ব্যাখ্যা
ক) entrusted
-
কাউকে কোনো দায়িত্ব বা কাজ বিশ্বাস করে দেওয়া।
-
উদাহরণ: He entrusted the keys to his friend. (সে বন্ধুকে চাবিটা দিয়ে বিশ্বাস করল।)
খ) endowed
-
কোনো প্রতিষ্ঠানকে আয় বা সাহায্যের জন্য দান করা।
-
আর একটি অর্থ: কেউ জন্মসূত্রে কোনো গুণ বা ক্ষমতা নিয়ে জন্মেছে।
-
উদাহরণ: She is endowed with great intelligence. (সে জন্মগতভাবে খুব বুদ্ধিমতী।)
ঘ) conferred
-
সম্মানসূচক খেতাব, ডিগ্রি বা উপাধি প্রদান করা।
-
উদাহরণ: The university conferred a degree on him. (বিশ্ববিদ্যালয় তাকে একটি ডিগ্রি প্রদান করেছে।)
উৎস: কেমব্রিজ ডিকশনারি, বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 4 weeks ago
I have not heard from him _______.
Created: 1 month ago
A
long since
B
for a long time
C
since long
D
for long
🔹 প্রশ্নে “for a long time” এবং “for long” — দুটি উত্তরই সঠিক হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
🔹 কারণ ব্যাখ্যা:
-
“for long” সাধারণত নেতিবাচক বাক্যে (negative sentence) ব্যবহার হয়।
-
“for a long time” ব্যবহার করা যায় উভয় ক্ষেত্রেই — ইতিবাচক ও নেতিবাচক বাক্যে।
🔹 উদাহরণ:
-
I have not heard from him for a long time.
-
I have not heard from him for long.
বাংলায় অর্থ: আমি অনেক দিন ধরে তার কোনো খোঁজ পাইনি।

0
Updated: 1 month ago