In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:- A song embodying religious and sacred emotions _____ .
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
উত্তরের বিবরণ
Hymn (প্রশংসামূলক স্তুতিগান)
-
এটি একটি গীতিকবিতা বা গান যা ঈশ্বর, দেবতা বা কোনো বীর ব্যক্তির প্রশংসায় রচিত।
-
সাধারণত, খ্রিস্টান উপাসনায় এই গানগুলো গাওয়া হয়।
উদাহরণ:
-
A mighty Fortress is our God (মার্টিন লুথার লিখিত) এবং Hymn to Apollo (কিটসের রচনা)।
Ballad (লোকগাঁথা)
-
এটি একটি গল্প বলার কবিতা যা কথোপকথন ও ঘটনার মাধ্যমে কাহিনী প্রকাশ করে।
-
এতে ধর্ম, রাজনীতি, সমাজের নানা বিষয় উঠে আসে। সাধারণত গ্রামীন জীবনের গল্প থাকে।
-
আনন্দ ও বেদনার মিশ্রণে ঘটনা বর্ণনা করা হয়।
Ode (গাথাকবিতা)
-
এটি একটি দীর্ঘ প্রশংসাসূচক গীতিকবিতা যা কখনো দুঃখ দিয়ে শুরু হয়ে শেষ হয় শান্তি বা সান্ত্বনায়।
-
কবি নিজের গভীর অনুভূতি গম্ভীরভাবে প্রকাশ করেন।
-
সাধারণত কোনো বিশেষ ঘটনা বা বিষয়কে মহিমা করা হয়। ছন্দ একটু ভিন্ন হয়।
Lyric (গীতি কবিতা)
-
এটি একটি ছোটো কবিতা বা ছন্দ যা কবির ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ করে।
-
প্রায়ই গান হিসেবে পরিবেশিত হয়।
সূত্র: An ABC of English Literature - Dr. এম মোফিজার রহমান

0
Updated: 2 months ago
_________________ before the guests arrived.
Created: 1 month ago
A
I have cooked the meal
B
I had cooked the meal
C
I will cook the meal
D
I cook the meal
Past Perfect Tense Rule
-
অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে, সেটি Past Perfect Tense এ হয়।
-
পরে ঘটে যাওয়া ঘটনা Past Indefinite (Past Simple) Tense এ হয়।
-
সাধারণত before / after এর সঙ্গে Past Perfect ব্যবহার করা হয়:
-
Before → আগে ঘটে যাওয়া ঘটনা = Past Perfect
-
After → পরে ঘটে যাওয়া ঘটনা = Past Indefinite
-
Example
Sentence | Tense Explanation |
---|---|
I had cooked the meal before the guests arrived. ✅ | had cooked = Past Perfect (আগে ঘটে গেছে), arrived = Past Indefinite |
I shall have done the sum before he comes. | Future Perfect + Present Indefinite (ভবিষ্যৎ ক্ষেত্রে) |
Incorrect Options
-
I have cooked the meal ❌
-
Present Perfect; বর্তমানে ফলাফল বোঝায়, অতীতে নির্দিষ্ট সময়ের আগে ঘটেছে বোঝায় না।
-
-
I will cook the meal ❌
-
Future Tense; ভবিষ্যতের কথা বোঝায়।
-
-
I cook the meal ❌
-
Present Indefinite; অভ্যাস বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায় না।
-
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
She is beautiful but she is ____ her mother.
Created: 2 months ago
A
most beautiful
B
less beautiful
C
as beautiful
D
not so beautiful as
সঠিক উত্তর হবে: not so beautiful as
-
পূর্ণ বাক্যটি হবে: She is beautiful but she is not so beautiful as her mother.
• ইংরেজি ব্যাকরণে কিছু conjunction আছে যেগুলোর দুটি অংশ থাকে এবং এদের একত্রে correlative conjunction বলা হয়। এই ধরনের সংযুক্তি বাক্যে ভারসাম্য বজায় রাখে এবং দুটি শব্দ, বাক্যাংশ বা clause-কে যুক্ত করে।
-
সাধারণ correlative conjunction-এর কিছু উদাহরণ:
as…as, so…as, such…that, not only…but also, hardly…before/when, no sooner…than, neither…nor, either…or, both…and, the same…as ইত্যাদি।
• যখন বাক্যে but ব্যবহৃত হয়, তখন সাধারণত পরবর্তী adjective বা phrase-টি নেতিবাচক রূপ ধারণ করে।
-
তাই এই ক্ষেত্রে ‘not as beautiful as’ অথবা ‘not so beautiful as’ ব্যবহার করাটাই সঠিক হবে।
Reference: A Passage to the English Language – S.M Zakir Hussain

0
Updated: 2 months ago
The idiom 'A stitch in time saves nine' ____ refers to the importance of -
Created: 1 month ago
A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
প্রবাদ বাক্য: A Stitch in time saves nine
বাংলা অর্থ: সময়মতো একটু যত্ন নিলে বড় সমস্যা এড়ানো যায়। (সরাসরি: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়)
ইংরেজি অর্থ: এটি বোঝাতে ব্যবহৃত হয় যে ছোট একটি সমস্যাকে শুরুতেই ঠিক করা ভালো, যাতে তা বড় সমস্যায় পরিণত না হয়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে কাজ বা সমস্যাকে সময়মতো সমাধান করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ, সময়মতো ব্যবস্থা নিলে পরবর্তীতে বড় ঝামেলা এড়ানো যায়।
উদাহরণ বাক্য: It seems that something is wrong with my car; it’s better to get it checked now, as a stitch in time saves nine.
সূত্র: Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago