কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
A
হাঙ্গর
B
জেলী ফিস
C
শুশুক
D
পটকা মাছ
উত্তরের বিবরণ
মাছ সাধারণত পানির অক্সিজেন গ্রহণ করতে ফুলকা ব্যবহার করে শ্বাসকার্য সম্পন্ন করে। কিন্তু শুশুক ও তিমি যদিও জলজ প্রাণী, এরা মাছ নয়; এরা স্তন্যপায়ী প্রাণী। তাই এদের ফুলকা নেই এবং মানুষের মতোই ফুসফুস ব্যবহার করে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে হয়। এই কারণে এদের নিয়মিত পানির উপরে উঠে শ্বাস নিতে হয়।
• শুশুক ও তিমি স্তন্যপায়ী, তাই এরা জীবন্ত বাচ্চা দেয় এবং দুধ পান করায়
• ফুলকা না থাকায় এরা পানির নিচে শ্বাস নিতে পারে না
• তিমির ফুসফুস অত্যন্ত শক্তিশালী, তাই একবার শ্বাস নিয়ে প্রায় ৪৫ মিনিট পানির নিচে থাকতে সক্ষম
• পানির ওপর উঠলে এরা ব্লোহোল দিয়ে শ্বাস নেয়
0
Updated: 9 hours ago
নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি?
Created: 5 days ago
A
আমাশয় ও ডায়াবেটিস
B
ক্যান্সার ও স্ট্রোক
C
টাইফয়েড ও ডায়াবেটিস
D
কলেরা ও স্ট্রোক
ক্যান্সার ও স্ট্রোক উভয়ই অসংক্রামক ব্যাধি (Non-communicable Diseases), অর্থাৎ এই রোগগুলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে সংক্রমিত হয় না। এগুলো সাধারণত জীবনযাত্রার ধরন, জিনগত কারণ, খাদ্যাভ্যাস ও পরিবেশগত প্রভাবের কারণে ঘটে। ক্যান্সার হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, যা শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করে, আর স্ট্রোক ঘটে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে, যা পক্ষাঘাত বা মৃত্যু ঘটাতে পারে। অন্যদিকে আমাশয়, টাইফয়েড ও কলেরা ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রামক রোগ। তাই সঠিক উত্তর হলো ক্যান্সার ও স্ট্রোক।
0
Updated: 5 days ago