টেলিফোনের জনক কে?
A
আলেকজান্ডার গ্রাহাম বেল
B
টমাস আলভা এডিসন
C
হাওওয়ার্ড আইকেন
D
মার্টিন কুপার
উত্তরের বিবরণ
টেলিফোন, মোবাইল ফোন, বৈদ্যুতিক বাতি ও কম্পিউটারের ইতিহাসে কয়েকজন বিজ্ঞানীর অবদান বিশেষভাবে স্মরণীয়। আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার করেন, যার মাধ্যমে দূরত্বে ভয়েস যোগাযোগ সম্ভব হয়। পরবর্তীতে মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন উদ্ভাবন করে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনেন। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির সফল ব্যবহারিক মডেল তৈরি করেন, যা আধুনিক আলোর যুগের সূচনা করে।
• হাওয়ার্ড আইকেন মার্ক ১ কম্পিউটার উন্নয়নে নেতৃত্ব দেন
• চার্লস ব্যাবেজ প্রথম বিশ্লেষণধর্মী যন্ত্র তৈরি করায় কম্পিউটারের জনক হিসেবে পরিচিত
• এসব আবিষ্কার আধুনিক প্রযুক্তি, যোগাযোগ ও জ্ঞানবিজ্ঞানের ভিত্তি গড়ে দেয়
0
Updated: 9 hours ago