A
Interesting
B
Loving
C
Affectionate
D
Friendly
উত্তরের বিবরণ
AMICABLE (adjective)
English Meaning: বন্ধুত্বপূর্ণ ও ঝগড়াহীন পরিবেশ বোঝাতে ব্যবহার হয়।
Bangla Meaning: শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, ঝগড়াঝাঁটি ছাড়াই ঘটে এমন।
• অপশনে দেওয়া শব্দগুলোর মানে:
ক) Interesting (adjective)
-
English Meaning: কৌতূহল বা আগ্রহ জাগায়, মনোযোগ ধরে রাখে।
-
Bangla Meaning: আগ্রহোদ্দীপক, আকর্ষণীয়, মনোমুগ্ধকর।
খ) Loving (adjective)
-
English Meaning: ভালোবাসা বা মমতা দেখায় এমন।
-
Bangla Meaning: প্রীতিপূর্ণ, স্নেহশীল।
গ) Affectionate (adjective)
-
English Meaning: স্নেহ বা মমতা প্রকাশে সহজ।
-
Bangla Meaning: স্নেহময়, মমতাময়, স্নেহশীল।
ঘ) Friendly (adjective)
-
English Meaning: সদয় ও বন্ধুত্বপূর্ণ আচরণ বোঝায়।
-
Bangla Meaning: বন্ধুসুলভ, বন্ধুত্বপূর্ণ, প্রীতিপূর্ণ।
• বিশ্লেষণ:
উপরের শব্দগুলোর মানে বিশ্লেষণ করলে দেখা যায়, "Friendly" শব্দটি "Amicable" শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে।
Amicable বলতে বোঝায় – শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণভাবে কোনো কিছু হওয়া, যেখানে ঝগড়ার অবকাশ নেই।
যেমন: amicable settlement (শান্তিপূর্ণ মীমাংসা)।
Loving বা Affectionate শব্দগুলোতে ভালোবাসা বা আবেগের দিকটি বেশি গুরুত্ব পায়, কিন্তু Amicable তে আবেগের জায়গায় মূলত সম্পর্কের সৌহার্দ্য ও শান্তি বোঝানো হয়।
তাই Merriam-Webster ডিকশনারি অনুযায়ী, Loving বা Affectionate শব্দগুলো Amicable-এর কিছুটা সম্পর্কযুক্ত হলেও একদম সমার্থক নয়।
• Amicable-এর Synonyms:
-
Friendly
-
Harmonious
-
Civil
Source: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 4 weeks ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 5 days ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 5 days ago
The synonym of “Ubiquity” is –
Created: 20 hours ago
A
Singularity
B
Omnipresence
C
Isolation
D
Rarity
Ubiquity – Omnipresence
Ubiquity (noun):
English Meaning: The fact that something or someone seems to be everywhere.
Bangla Meaning: সর্বব্যাপিতা।
Options:
ক) Singularity – অদ্ভুত ভাব।
খ) Omnipresence – সর্বত্র বিদ্যমানতা।
গ) Isolation – বিচ্ছিন্নকরণ; পৃথককরণ; বিচ্ছিন্নতা; অন্তরণ।
ঘ) Rarity – বিরলতা।
Correct Answer: খ) Omnipresence
Source: Accessible Dictionary.

0
Updated: 20 hours ago
Pick the word that is synonymous with 'authoritarian'.
Created: 2 weeks ago
A
autocratic
B
senior
C
elderly
D
Potential
Authoritarian
-
English meaning: Someone who demands complete obedience from others and does not allow them freedom to act as they wish.
-
Bangla meaning: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের স্বাধীনতা উপেক্ষা করে কেবল কর্তৃপক্ষের নির্দেশ বা নিয়ম মানার ওপর গুরুত্ব দেয়; কর্তৃত্বপরায়ণ বা প্রভুত্বপ্রিয়।
Options:
ক) Autocratic – একনায়কসুলভ, স্বেচ্ছাচারী, কর্তৃত্বপ্রিয়।
খ) Senior – বয়োজ্যেষ্ঠ বা পদমর্যাদায় প্রবীণ।
গ) Elderly – প্রবীণ, প্রৌঢ়।
ঘ) Potential – সম্ভাব্য বা সম্ভাবনাময়।
Analysis:
‘Authoritarian’ শব্দটির সাথে সবচেয়ে মিল রয়েছে autocratic শব্দটির। উভয়ই স্বেচ্ছাচারী ও কর্তৃত্বপ্রিয় হওয়ার ধারণা প্রকাশ করে।
Answer: ক) Autocratic ✅
Source: Accessible Dictionary

0
Updated: 2 weeks ago