A
Promotion
B
Advancement
C
Betterment
D
Preference
উত্তরের বিবরণ
• Betterment ও Advancement — এই দুটি শব্দই "Improvement" শব্দের সমার্থক, অর্থাৎ একই মানে প্রকাশ করে। তাই প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকায় এটি বাতিল করা হয়েছে।
• Improvement শব্দের অর্থ:
-
English: যখন কোনো কিছু আগের চেয়ে ভালো হয় বা আপনি সেটাকে ভালো করেন — এমন পরিস্থিতিকে Improvement বলা হয়।
-
বাংলা: উন্নতি, উৎকর্ষ, শ্রীবৃদ্ধি, বা ভালো করার প্রক্রিয়া।
• অপশন অনুযায়ী শব্দগুলোর মানে:
-
ক) Betterment:
-
English: Improvement
-
বাংলা: উন্নতি সাধন
-
-
খ) Preference:
-
English: কোনো কিছু বা কাউকে অন্য কিছুর চেয়ে বেশি পছন্দ করা।
-
বাংলা: বিশেষ পছন্দ বা অনুরাগ
-
-
গ) Promotion:
-
English: কিছু প্রচারের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ
-
বাংলা: পদোন্নতি বা পদবৃদ্ধি
-
-
ঘ) Advancement:
-
English: কিছু উন্নয়ন বা অগ্রগতি
-
বাংলা: পদোন্নতি বা উন্নতি
-
• উপরের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায়, Betterment এবং Advancement — দুটোই Improvement এর অর্থ প্রকাশ করে।
তাই একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 4 weeks ago
The synonym of “Ubiquity” is –
Created: 20 hours ago
A
Singularity
B
Omnipresence
C
Isolation
D
Rarity
Ubiquity – Omnipresence
Ubiquity (noun):
English Meaning: The fact that something or someone seems to be everywhere.
Bangla Meaning: সর্বব্যাপিতা।
Options:
ক) Singularity – অদ্ভুত ভাব।
খ) Omnipresence – সর্বত্র বিদ্যমানতা।
গ) Isolation – বিচ্ছিন্নকরণ; পৃথককরণ; বিচ্ছিন্নতা; অন্তরণ।
ঘ) Rarity – বিরলতা।
Correct Answer: খ) Omnipresence
Source: Accessible Dictionary.

0
Updated: 20 hours ago
The synonym of the word 'spectacular' is -
Created: 1 month ago
A
ugly
B
spacious
C
spatial
D
breathtaking
‘Spectacular’ শব্দের সমার্থক শব্দ হলো – ‘Breathtaking’।
• Spectacular:
ইংরেজিতে অর্থ: দেখতে খুবই আকর্ষণীয় বা মনোমুগ্ধকর।
বাংলায় অর্থ: চমকপ্রদ, জমকালো, চোখধাঁধানো।
অন্য অপশনগুলোর অর্থ:
ক) Ugly:
ইংরেজিতে: দেখতে খারাপ বা অসুন্দর।
বাংলায়: কুৎসিত, কদর্য।
খ) Spacious:
ইংরেজিতে: বড় এবং প্রশস্ত।
বাংলায়: প্রশস্ত, চওড়া।
গ) Spatial:
ইংরেজিতে: স্থান বা স্থানের সাথে সম্পর্কিত।
বাংলায়: স্থানসংক্রান্ত।
ঘ) Breathtaking:
ইংরেজিতে: এতই অসাধারণ যে শ্বাস আটকে যায়।
বাংলায়: চোখ ধাঁধানো, শ্বাসরুদ্ধকর।
এখানে দেখা যাচ্ছে, ‘Spectacular’ আর ‘Breathtaking’ এর অর্থ অনেকটাই মিল, তাই ‘Spectacular’ এর সঠিক সমার্থক হলো – ‘Breathtaking’।
উৎস: Cambridge Dictionary, Accessible Dictionary ও Oxford Dictionary

0
Updated: 1 month ago
When one is 'pragmatic' he is being-
Created: 1 month ago
A
wasteful
B
productive
C
practical
D
fussy
Pragmatist (noun)
Meaning: এমন একজন ব্যক্তি, যিনি আদর্শের চেয়ে বাস্তব ও কার্যকর বিষয়ে বেশি গুরুত্ব দেন।
বাংলা অর্থ: প্রয়োগবাদী।
• নিচের অপশনগুলোর অর্থ:
ক) wasteful – অপচয়ী বা অপব্যয়ী
খ) productive – উৎপাদনশীল, যিনি কিছু তৈরি করতে পারেন বা ফল দেয়।
গ) practical – ব্যবহারিক বা প্রায়োগিক, অর্থাৎ কাজের ক্ষেত্রে উপযোগী।
ঘ) powerful – শক্তিশালী বা প্রবল।
• এখান থেকে বোঝা যাচ্ছে, pragmatist শব্দের সবচেয়ে কাছের অর্থ হলো – practical।
কারণ, যখন কেউ pragmatic হন, তখন তিনি বাস্তবভিত্তিক চিন্তা করেন বা practical হন।
উৎস: Oxford Learner's Dictionary, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি

0
Updated: 1 month ago