IMPROVEMENT (Synonym)
A
Promotion
B
Advancement
C
Betterment
D
Preference
উত্তরের বিবরণ
• Betterment ও Advancement — এই দুটি শব্দই "Improvement" শব্দের সমার্থক, অর্থাৎ একই মানে প্রকাশ করে। তাই প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকায় এটি বাতিল করা হয়েছে।
• Improvement শব্দের অর্থ:
-
English: যখন কোনো কিছু আগের চেয়ে ভালো হয় বা আপনি সেটাকে ভালো করেন — এমন পরিস্থিতিকে Improvement বলা হয়।
-
বাংলা: উন্নতি, উৎকর্ষ, শ্রীবৃদ্ধি, বা ভালো করার প্রক্রিয়া।
• অপশন অনুযায়ী শব্দগুলোর মানে:
-
ক) Betterment:
-
English: Improvement
-
বাংলা: উন্নতি সাধন
-
-
খ) Preference:
-
English: কোনো কিছু বা কাউকে অন্য কিছুর চেয়ে বেশি পছন্দ করা।
-
বাংলা: বিশেষ পছন্দ বা অনুরাগ
-
-
গ) Promotion:
-
English: কিছু প্রচারের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ
-
বাংলা: পদোন্নতি বা পদবৃদ্ধি
-
-
ঘ) Advancement:
-
English: কিছু উন্নয়ন বা অগ্রগতি
-
বাংলা: পদোন্নতি বা উন্নতি
-
• উপরের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায়, Betterment এবং Advancement — দুটোই Improvement এর অর্থ প্রকাশ করে।
তাই একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 2 months ago
The synonym of the word "Inane" is -
Created: 3 weeks ago
A
Profound
B
Judicious
C
Astute
D
Vacuous
Inane (Adjective & Noun)
-
English Meaning: Extremely silly or having no real meaning or importance
-
Bangla Meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা
-
Synonyms:
-
Vacuous: চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ
-
Fatuous: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী
-
Asinine: নির্বোধ; গর্দভসুলভ
-
-
Antonyms:
-
Profound: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়
-
Astute: বিচক্ষণ; চতুর
-
Judicious: সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ
-
-
Example Sentences:
-
It was a fatuous idea to go hiking during the storm.
-
He always makes inane comments during serious discussions.
-

0
Updated: 3 weeks ago
The synonym of the word 'spectacular' is -
Created: 2 months ago
A
ugly
B
spacious
C
spatial
D
breathtaking
‘Spectacular’ শব্দের সমার্থক শব্দ হলো – ‘Breathtaking’।
• Spectacular:
ইংরেজিতে অর্থ: দেখতে খুবই আকর্ষণীয় বা মনোমুগ্ধকর।
বাংলায় অর্থ: চমকপ্রদ, জমকালো, চোখধাঁধানো।
অন্য অপশনগুলোর অর্থ:
ক) Ugly:
ইংরেজিতে: দেখতে খারাপ বা অসুন্দর।
বাংলায়: কুৎসিত, কদর্য।
খ) Spacious:
ইংরেজিতে: বড় এবং প্রশস্ত।
বাংলায়: প্রশস্ত, চওড়া।
গ) Spatial:
ইংরেজিতে: স্থান বা স্থানের সাথে সম্পর্কিত।
বাংলায়: স্থানসংক্রান্ত।
ঘ) Breathtaking:
ইংরেজিতে: এতই অসাধারণ যে শ্বাস আটকে যায়।
বাংলায়: চোখ ধাঁধানো, শ্বাসরুদ্ধকর।
এখানে দেখা যাচ্ছে, ‘Spectacular’ আর ‘Breathtaking’ এর অর্থ অনেকটাই মিল, তাই ‘Spectacular’ এর সঠিক সমার্থক হলো – ‘Breathtaking’।
উৎস: Cambridge Dictionary, Accessible Dictionary ও Oxford Dictionary

0
Updated: 2 months ago
Find the appropriate synonym of the word "peremptory."
Created: 3 weeks ago
A
Easygoing
B
Lenient
C
Authoritarian
D
Indulgent
Correct answer: গ) Authoritarian
Peremptory (adjective):
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চূড়ান্ত আদেশ; যা অবশ্যমান্য ও প্রশ্নাতীতভাবে পালনীয়; সবিশেষ আদেশাত্মক; চরম কর্তৃত্বপূর্ণ।
-
English Meaning: Expecting to be obeyed immediately and without questioning or refusal; not open to appeal or challenge.
Synonyms:
-
Absolute – কর্তৃত্বমূলক
-
Arbitrary – আদেশসূচক
-
Dictatorial – স্বৈরাচারী
-
Whimsical – খামখেয়ালী
-
Authoritarian – স্বেচ্ছাচারী / চরম কর্তৃত্বপরায়ণ
Antonyms:
-
Easygoing – সহজ-সরল
-
Moderate – সাধারণ, সংযমী
-
Mild – কোমল
-
Indulgent – অতিরিক্ত ছাড় দেওয়া
-
Lenient – ক্ষমাশীল, উদার
Example Sentences:
-
The teacher’s peremptory tone silenced the noisy classroom.
– শিক্ষকের চরম কর্তৃত্বপূর্ণ ভঙ্গি শ্রেণীকক্ষকে চুপ করিয়ে দিল। -
The order was given in a peremptory manner, leaving no room for objection.
– আদেশটি দেওয়া হলো একেবারে চূড়ান্ত ভঙ্গিতে, কোনো প্রশ্ন বা আপত্তির সুযোগ না রেখেই।
Other Options:
-
Lenient: উদার; ক্ষমাশীল; কোমল।
-
Indulgent: অতিরিক্ত ছাড়দাতা; (নোট: আপনি আগের টেক্সটে "নিঃসংশয়" লিখেছিলেন, সেটা আসলে indulgent-এর জন্য ভুল। সঠিক মানে হচ্ছে "অতিরিক্ত দয়ালু / ছাড়দাতা / সহনশীল")।

0
Updated: 3 weeks ago