A
Treasure
B
Debt
C
Assets
D
Property
উত্তরের বিবরণ
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
What is the meaning of the idiom 'a round dozen'?
Created: 3 months ago
A
a little less than a dozen
B
a little more than a dozen
C
a full dozen
D
round about a dozen
Idiom: A round dozen
English Meaning: Exactly twelve; a complete set or group of twelve.
Bangla Meaning: এক ভজন; বারোটি; তিন গণ্ডা; পূর্ণ ডজন
-
এই idiom-টি একটি নির্দিষ্ট সংখ্যা (১২) বোঝাতে ব্যবহৃত হয়।
Example Sentence:
I ordered a round dozen of eggs from the market.
Bangla Translation: আমি বাজার থেকে একদম বারোটি ডিম অর্ডার করেছিলাম।
Sources:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary (Bangla Academy)

0
Updated: 3 months ago
Opposite word for LIABILITY:
Created: 4 weeks ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
'Venerate' Means-
Created: 1 month ago
A
defame
B
abuse
C
respect
D
accuse
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago