কোন গ্যাস ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী?
A
CO2
B
CH4
C
CFC
D
N2
উত্তরের বিবরণ
য়ুমণ্ডলের দ্বিতীয় স্তরকে স্ট্রাটোমণ্ডল বলা হয় এবং এটি ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত। এই স্তরেই ওজোন (O₃) স্তর পাওয়া যায়, যা পৃথিবীর জীববৈচিত্র্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজোনস্তর সূর্য থেকে নির্গত ক্ষতিকর অতিবেগুনি (UV) রশ্মি শোষণ করে ত্বক ক্যান্সার, চোখের ক্ষতি এবং পরিবেশগত ক্ষতি থেকে প্রাণিকূলকে রক্ষা করে। মানবসৃষ্ট কিছু রাসায়নিক, বিশেষ করে ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ওজোনস্তরের ক্ষয় বা Ozone Depletion ঘটায়, যার ফলে ওজোন ছিদ্র (Ozone Hole) তৈরি হয়। পরিবেশ সুরক্ষার লক্ষ্যে Montreal Protocol (1987) এর মাধ্যমে বিশ্বব্যাপী CFC ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়।
• স্ট্রাটোমণ্ডল → বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর
• ওজোন স্তর → UV রশ্মি প্রতিরোধ
• ওজোন ক্ষয়ের মূল কারণ → CFC গ্যাস
0
Updated: 12 hours ago
বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ?
Created: 4 weeks ago
A
সিএফসি
B
মিথেন
C
কার্বন ডাইঅক্সাইড
D
নাইট্রোজেন
বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য সর্বাধিক দায়ী গ্যাস হলো সিএফসি (CFC)। সিএফসি বিভিন্ন রেফ্রিজারেন্ট, স্প্রে ও ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয়, যা ওজন স্তরের ক্ষতি করে। এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সিএফসি ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
0
Updated: 4 weeks ago
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কবে?
Created: 1 month ago
A
১৬ সেপ্টেম্বর
B
১৭ সেপ্টেম্বর
C
১৮ সেপ্টেম্বর
D
১৯ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজোন দিবস প্রতি বছর ১৬ সেপ্টেম্বর পালিত হয়। এ দিবসটির লক্ষ্য ওজোন স্তর রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করা।
-
দিবসের নাম: আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজোন দিবস।
-
উদ্বোধন: ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর, বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করতে ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিয়াল প্রটোকল গ্রহণ।
-
বাংলাদেশে অংশগ্রহণ: ১৯৯০ সালে বাংলাদেশ মন্ট্রিয়াল প্রটোকলে স্বাক্ষর করেছে।
-
২০২৫ সালের প্রতিপাদ্য: ‘বিজ্ঞান থেকে বৈশ্বিক পদক্ষেপ’।
0
Updated: 1 month ago