ROM-এর পূর্ণ অর্থ কী?
A
Random Only Memory
B
Read Only Memory
C
Radio Only Memory
D
Ranging Only Memory
উত্তরের বিবরণ
কম্পিউটারের মূল মেমরি দু’ধরনের হয় এবং এগুলোর কাজ একে অপরের থেকে ভিন্ন। ROM বা Read Only Memory স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে, অর্থাৎ কম্পিউটার বন্ধ হলেও এর তথ্য মুছে যায় না। তাই একে Non-Volatile Memory বলা হয় এবং অপারেটিং সিস্টেমের বুট প্রোগ্রাম বা BIOS সাধারণত এখানে সংরক্ষিত থাকে। অন্যদিকে RAM বা Random Access Memory হলো কম্পিউটারের অস্থায়ী মেমরি যেখানে কাজ করার সময় প্রয়োজনীয় ডেটা সাময়িকভাবে রাখা হয়। কম্পিউটার বন্ধ হলে এর ডেটা মুছে যায়, তাই একে Volatile Memory বলা হয়।
• ROM → Read Only Memory
• ROM → স্থায়ী সংরক্ষণ, Non-Volatile
• RAM → Random Access Memory
• RAM → সাময়িক সংরক্ষণ, Volatile
0
Updated: 12 hours ago
কোনটি 'চির শান্তির শহর' নামে পরিচিত?
Created: 3 months ago
A
রোম
B
ভেনিস
C
এথেন্স
D
ওসলো
বিশ্বের বিভিন্ন শহর, যেগুলো তাদের বিশেষ বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে ভিন্ন ভিন্ন নামে পরিচিত:
-
‘চিরন্তন শান্তির শহর’ হিসেবে পরিচিত ইতালির রোম—এই শহরটি ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্বের কারণে বিশ্বব্যাপী সম্মানিত।
-
জিম্বাবুয়ের হারারেকে ডাকা হয় ‘City of Flowering Trees’, যেখানে রাস্তাঘাট ঘেরা মনোরম ফুলের গাছে।
-
স্যানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম শহর, পরিচিত ‘City of Golden Gate’ নামে—বিশ্ববিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের কারণে।
-
ফ্রান্সের প্যারিস পেয়েছে ‘City of Light’ খেতাব—এর আলোকজ্জ্বল রাস্তাঘাট এবং শিল্প-সাহিত্য চর্চার জন্য।
-
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটকে বলা হয় ‘City of Motor Cars’, কারণ এখান থেকেই বিশ্বব্যাপী গাড়ি শিল্পের বিস্তার শুরু।
-
ইতালির ভেনিস বিখ্যাত ‘City of Canals’ নামে—জলপথে ঘেরা এই শহর পর্যটকদের কাছে এক স্বপ্নের স্থান।
-
ভারতের জয়পুর পরিচিত ‘Pink City’ হিসেবে—পুরো শহরজুড়ে গোলাপি রঙের স্থাপত্যের জন্য।
-
নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহর, জনপ্রিয় ‘Big Apple’ নামে—সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মিডিয়া কেন্দ্র হিসেবে এর পরিচিতি।
-
লাসা, তিব্বতের রাজধানী শহর, পরিচিত ‘বিশ্বের নিষিদ্ধ শহর’ হিসেবে—একসময় এটি বাইরের বিশ্বের জন্য ছিল সীমিত ও গোপন।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
0
Updated: 3 months ago