A
মুন্সী মেহেরুল্লাহ
B
সঞ্জয় ভট্টাচার্য
C
কামিনী রায়
D
মোজাম্মেল হক
উত্তরের বিবরণ
'পূর্বাশা' পত্রিকা
-
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
-
এটি প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত হয়।
-
সাত বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায়, পরে ১৯৪৩ সালে আবার কলকাতা থেকে প্রকাশ শুরু হয়।
-
শেষ পর্যন্ত ১৯৭১ সালে এই পত্রিকাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
এটি একটি মাসিক পত্রিকা ছিল।
-
বাংলা সাহিত্যের অনেক নামী লেখক এই পত্রিকায় লেখালেখি করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago
নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
Created: 1 month ago
A
মাহে নও
B
সওগাত
C
ধূমকেতু
D
কালিকলম
‘ধূমকেতু’ পত্রিকা
১৯২২ সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’। এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত পংক্তি প্রকাশিত হয়েছিল –
“আয় চলে আয় রে ধূমকেতু,
আঁধারে বাঁধ অগ্নিসেতু।”
বিশেষ করে ধূমকেতুর পূজা সংখ্যায়, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ১৯২২ তারিখে ‘আনন্দময়ীর আগমনে’ শিরোনামে একটি সংখ্যা প্রকাশিত হলে ব্রিটিশ শাসকগণ পত্রিকাটি বাজেয়াপ্ত করে এবং নজরুলকে গ্রেফতার করে।
অন্যদিকে,
-
‘সওগাত’ ছিল একটি মাসিক সচিত্র পত্রিকা, যা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণে (১৯১৮) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশ পেয়েছিল।
-
১৯৫২ সালে ঢাকায় আবদুল কাদের ‘মাহে নও’ নামে একটি মাসিক পত্রিকার সম্পাদনা করতেন।
-
‘কালিকলম’ নামক সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হত কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সির মাধ্যমে, যার সম্পাদনায় ছিলেন মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র।
কাজী নজরুল ইসলাম সম্পর্কে:
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তাঁকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে স্মরণ করা হয়। আধুনিক বাংলা গানের জগতে তিনি ‘বুলবুল’ নামেও পরিচিত।
সংগীত সংকলন:
নজরুলের লেখা সংগীত সংকলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য —
-
চোখের চাতক
-
নজরুল গীতিকা
-
সুর সাকী
-
বনগীতি
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
সম্পাদিত পত্রিকা:
-
‘ধূমকেতু’ (১৯২২)
-
‘লাঙ্গল’ (১৯২৫), যার প্রধান পরিচালক ছিলেন নজরুল নিজেই
-
‘দৈনিক নবযুগ’, যা তিনি কমরেড মুজাফ্ফর আহমদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছিলেন।
তথ্যের উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য সংক্রান্ত গবেষণা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
Created: 1 week ago
A
বঙ্গদূত
B
জ্ঞানান্বেষণ
C
জ্ঞানাঙ্কুর
D
সংবাদ প্রভাকর
ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও এর মুখপাত্র
ইয়ং বেঙ্গল মূলত ইংরেজি শিক্ষা গ্রহণ করা বাঙালি যুবকদের একটি গোষ্ঠী, যারা নবচেতনার ভাবধারাকে উৎসাহিত করত। এই আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও।
গোষ্ঠীর মতাদর্শ ও চিন্তাভাবনা প্রকাশিত হতো বিভিন্ন পত্রিকায়, যেমন “জ্ঞানান্বেষণ” এবং “এনকোয়ারার”।
ইয়ং বেঙ্গলের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:
-
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
-
রাধানাথ শিকদার
-
প্যারীচাঁদ মিত্র
-
তারাচাঁদ চক্রবর্তী
১৮৩৩ সালে মাইকেল মধুসূধন দত্ত হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজেই ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী গঠিত হয়। মধুসূধন দত্ত নিজেও এই গোষ্ঠীর প্রভাব দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার অধ্যাপক ডিরোজিওর স্বদেশপ্রেম এবং চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে গোষ্ঠীতে যোগ দেন।
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ূন আজাদ,বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 13 hours ago
A
কাজী নজরুল ইসলাম
B
শাহাদাৎ হোসেন
C
সঞ্জয় ভট্টাচার্য
D
সুধীন্দ্রনাথ দত্ত
‘পূর্বাশা’ পত্রিকা
-
সম্পাদক: সঞ্জয় ভট্টাচার্য
-
প্রকাশের স্থান ও সাল: প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত।
-
প্রকাশকাল: টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে, ১৯৪৩ সালে কলকাতা থেকে পুনরায় প্রকাশ শুরু হয়।
-
শেষ প্রকাশ: ১৯৭১ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
ধরন: মাসিক পত্রিকা
-
বিশেষত্ব: আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকরা প্রায় সবাই এই পত্রিকায় লেখা প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 13 hours ago