বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?
A
১৭০০ সনে
B
১৭৬২ সনে
C
১৯৬৫ সনে
D
১৭৯৩ সনে
উত্তরের বিবরণ
চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ব্রিটিশ শাসনামলে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা লর্ড কর্নওয়ালিশ ১৭৯৩ সালে চালু করেন। এর মাধ্যমে জমিদাররা স্থায়ীভাবে জমির মালিকানা পেলেও তাদের ওপর নির্দিষ্ট রাজস্ব প্রদানের বাধ্যবাধকতা আরোপ করা হয়। একই বছরে কঠোর রাজস্ব আদায়ের জন্য চালু হয় সূর্যাস্ত আইন।
-
সূর্যাস্ত আইন অনুযায়ী নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে রাজস্ব জমা দিতে না পারলে জমিদার তার মালিকানা হারাতেন
-
এই আইনে বহু ঐতিহ্যবাহী ও ক্ষুদ্র জমিদার জমি হারিয়ে দেউলিয়া হয়ে যায়
-
ব্রিটিশ সরকার এর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করলেও সাধারণ কৃষক ও প্রজাদের ভোগান্তি বেড়ে যায়
-
এই নীতিগুলো বাংলায় জমিদারি শ্রেণি ও কৃষক সমাজে বৈষম্য আরও তীব্র করে তোলে
0
Updated: 12 hours ago