বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
A
ময়নামতি
B
পাহাড়পুর
C
মহাস্থানগড়
D
সোনারগাঁও
উত্তরের বিবরণ
পুণ্ড্র বাংলাদেশের প্রাচীনতম জনপদ হিসেবে পরিচিত এবং প্রাচীন সভ্যতা, রাজনীতি ও নগরায়ণের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এ জনপদের রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র হিসেবে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
• মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত
• এটি মौर্য, গুপ্ত, পালসহ বিভিন্ন যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল
• এখানে পাওয়া যায় শিলালিপি, প্রত্নমুদ্রা, দূর্গ, প্রাচীর ও প্রাচীন স্থাপত্যের নিদর্শন
• মহাস্থানগড়ে রয়েছে শাহ সুলতান বলখী (মাহিসওয়ার) এর মাজার
• বেহুলার বাসরঘর, বৈরাগীর ভিটাসহ বহু প্রত্নস্থান এখনো গবেষণার মূল্যবান উৎস
0
Updated: 13 hours ago
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Created: 6 months ago
A
সমতট
B
পুন্ড্র
C
বঙ্গ
D
হরিকেল
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, বগুরা, পাবনা, ফরিদপুর নোয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশোর, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। 'ঐতরেয় আরণ্যক', রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
0
Updated: 6 months ago
হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-
Created: 5 months ago
A
১৯৪৫ সালের আগস্ট মাসে
B
১৯৪৫ সালের মে মাসে
C
১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
D
১৯৪৪ সালের আগস্ট মাসে
• লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের — হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে — ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে — নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো — ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট — হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
উৎস: History.com.
0
Updated: 5 months ago
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম-
Created: 1 month ago
A
হরিকেল
B
তাম্রলিপি
C
চন্দ্রদ্বীপ
D
পুণ্ড্র
পুণ্ড্র জনপদ – বাংলার প্রাচীনতম জনপদ
-
পুণ্ড্র: প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ।
-
জনগোষ্ঠী: পুন্ড্ররা 'জন' বা জাতি হিসেবে এই জনপদ গঠন করেছিল। তারা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকট সম্পর্কিত ছিল।
-
রাজধানী: পুন্ড্রনগর।
-
অবস্থান: বর্তমান বগুড়া শহরের অদূরে, করতোয়া নদীর তীরে।
-
পরবর্তী নাম: মহাস্থানগড়।
-
ঐতিহাসিক ঘটনা: সম্ভবত মৌর্য সম্রাট অশোকের শাসনকালে (খ্রিঃপূঃ ২৭৩-২৩২ অব্দ) পুন্ড্র রাজ্য স্বাধীনতা হারায়।
-
বিস্তৃতি: প্রাচীন পুন্ড্র রাজ্যের এলাকা বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত বিস্তৃত ছিল।
0
Updated: 1 month ago