A
সহ + চর + র্য
B
সহচর + ৎ ফলা
C
সহচর + য
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সাহচর্য (বিশেষ্য পদ)
- প্রকৃতি-প্রত্যয়- (সহচর+য),
অর্থ:
- সংস্রব (সাধু সাহচর্য)।
- সহায়তা (কাজে সাহচর্য দান)।
- সঙ্গ (সাহচর্য দান)।
- সঙ্গ (সাহচর্য কামনা)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 weeks ago
"কলগি" - কোন ভাষার শব্দ?
Created: 1 week ago
A
পর্তুগিজ
B
ফরাসি
C
তুর্কি
D
ফারসি
তুর্কি ভাষার শব্দ
-
কলগি – তুর্কি ভাষার বিশেষ্য।
অর্থ: শিরোভূষণ, রাজমুকুটের চূড়া।
অন্যান্য তুর্কি শব্দ:
-
বেগম
-
কুলি
-
চাকু
-
বাবা
-
বাবুর্চি
-
মুচলেকা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
’সওগাত’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে?
Created: 6 days ago
A
আরবি
B
তুর্কি
C
ফারসি
D
জাপানি
সওগাত
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘সওগাত’ শব্দটি তুর্কি ভাষা থেকে গৃহীত।
-
এটি একটি বিশেষ্য পদ।
অর্থ: উপহার, ভেট।
তুর্কি ভাষা থেকে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ শব্দ
উজবুক, বাবুর্চি, বেগম, কাবু, কাঁচি, তোপ, কুর্নিশ, কোর্মা, চাকু, চোগা, তকমা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 6 days ago
'গরুরগাড়ি' - শব্দটি কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
অলুক তৎপুরুষ
B
অলুক দ্বন্দ্ব
C
অলুক বহুব্রীহি
D
কর্মধারয়
অলুক তৎপুরুষ সমাস:
-
সংজ্ঞা: কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না এবং সমাসযুক্ত শব্দগুলো একত্রিত হয়ে উচ্চারণ ও অর্থের স্বতন্ত্রতা বজায় রাখে। এ ধরনের তৎপুরুষ সমাসকে অলুক তৎপুরুষ বলা হয়।
-
উদাহরণ:
-
তেলে ভাজা → তেলেভাজা
-
গরুর গাড়ি → গরুরগাড়ি
-
খেলার মাঠ → খেলারমাঠ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago