কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
A
শতকরা ২০ ভাগ
B
শতকরা ২৫ ভাগ
C
শতকরা ৩০ ভাগ
D
শতকরা ৩৫ ভাগ
উত্তরের বিবরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান অনুযায়ী, কোনো দেশের মোট ভূমির অন্তত ২৫% অংশে বনভূমি থাকা প্রয়োজন, যাতে জীববৈচিত্র্য, জলবায়ু ও মাটির ভারসাম্য বজায় থাকে।
0
Updated: 6 hours ago
মধুপুর ও ভাওয়ালের বনাঞ্চল কী ধরনের বনভূমি?
Created: 1 month ago
A
ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন
B
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
C
স্রোতজ বনভূমি
D
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি
বাংলাদেশের বনভূমি বিভিন্ন ধরনের এবং জলবায়ু ও ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে।
-
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি:
-
বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রায় সব অংশ এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে বিস্তৃত।
-
পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে চিরহরিৎ বন এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বন দেখা যায়।
-
-
ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি:
-
বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে অবস্থিত।
-
দুই ভাগে বিভক্ত:
১. ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি
২. দিনাজপুর ও রংপুর জেলায় বরেন্দ্র বনভূমি -
শীতকালে বৃক্ষের পাতা ঝরে যায়, এবং গ্রীষ্মকালে নতুন পাতা গজায়।
-
-
স্রোতজ বনভূমি বা সুন্দরবন:
-
বিস্তৃত এলাকা: উত্তরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা; পশ্চিমে রাইমঙ্গল, হাড়িয়াভাঙ্গা নদী এবং ভারতের পশ্চিমবঙ্গের আংশিক প্রান্ত সীমা।
-
খুলনা বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
-
সমুদ্রের জোয়ার-ভাটা, লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এ অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ।
-
উৎস:
0
Updated: 1 month ago