‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
B
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
C
টিএসসি মোড়ে
D
জয়দেবপুরে
উত্তরের বিবরণ
‘সাবাস বাংলাদেশ’ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রতীকী ভাস্কর্য। এটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্ব, ত্যাগ ও স্বাধীনতার আনন্দকে শিল্পরূপে ফুটিয়ে তোলা হয়েছে। এর নির্মাতা ছিলেন খ্যাতনামা ভাস্কর নিতুন কুণ্ডু।
• এই ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের বিজয় ও গৌরবকে প্রতিফলিত করে, যা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
• রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধভিত্তিক এই শিল্পকর্মটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য হিসেবে বিবেচিত।
• অন্যদিকে, গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত ‘জাগ্রত চৌরঙ্গী’ ছিল মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের প্রথম নির্মিত ভাস্কর্য, যা স্বাধীনতার সূচনা স্মরণে গড়ে তোলা হয়।
• উভয় ভাস্কর্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, গর্ব ও আত্মত্যাগের প্রতীক।
0
Updated: 7 hours ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 1 month ago
A
৪টি
B
৩টি
C
৫টি
D
৬টি
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন সরকার মোট ৬৭৬ জনকে চার ধরনের বীরত্বসূচক খেতাব প্রদান করে।
-
সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ—৭ জন।
-
দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম—৬৮ জন।
-
তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম—১৭৫ জন।
-
চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক—৪২৬ জন।
0
Updated: 1 month ago
’অপারেশন সার্চলাইট’ কত তারিখে শুরু হয়?
Created: 1 month ago
A
১৯৭১ সালের ২৬ মার্চ
B
১৯৭১ সালের ২৭ মার্চ
C
১৯৭১ সালের ২৫ মার্চ
D
১৯৭১ সালের ৩১ মার্চ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাদের চালানো ব্যাপক গণহত্যা অভিযানকে অপারেশন সার্চলাইট বলা হয়। এই অভিযান ২৫ মার্চ রাতে শুরু হলেও এর পরিকল্পনা মার্চ মাসের শুরু থেকেই করা হয়েছিল।
-
১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানি সরকার গোপনে সময়ক্ষেপণ করে এবং পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি নেয়।
-
১৮ মার্চ লে. জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করেন।
-
২৫ মার্চ রাতে গণহত্যা কার্যক্রম কার্যকর হয় এবং এ অভিযানের তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরত্বসূচক খেতাব লাভ করেন কে?
Created: 1 month ago
A
সাইমন ড্রিং
B
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
C
রবি শংকর
D
অ্যালেন গিন্সবার্গ
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনকারী একমাত্র বিদেশি নাগরিক, যিনি বীরপ্রতীক খেতাব লাভ করেছেন।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।
0
Updated: 1 month ago