আমিষ বেশি আছে কোনটিতে?
A
মুগ ডাল
B
মসুর ডাল
C
খাসির মাংস
D
ইলিশ মাছ
উত্তরের বিবরণ
খাদ্য উপাদানের পুষ্টিমান নির্ধারণে আমিষ বা প্রোটিনের পরিমাণ অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। এটি দেহের বৃদ্ধি, কোষ গঠন ও রোগ প্রতিরোধে অপরিহার্য ভূমিকা রাখে। ভিন্ন ভিন্ন খাদ্যে আমিষের ঘনত্ব ভিন্ন হয়।
• প্রতি ১০০ গ্রামে শুটকি মাছে প্রায় ৬২ গ্রাম আমিষ থাকে, যা প্রাণিজ খাদ্যের মধ্যে সর্বাধিক। তাই এটি উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাদ্য হিসেবে গণ্য।
• গরুর মাংসে ২৬ গ্রাম এবং মসুর ডালে প্রায় ২৫ গ্রাম আমিষ পাওয়া যায়; তবে প্রাণিজ প্রোটিন তুলনামূলকভাবে পূর্ণাঙ্গ, কারণ এতে প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিড থাকে।
• উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডালজাত খাদ্যে কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থাকে।
• খেসারি ডাল খেলে ‘ল্যাথারিজম’ নামক স্নায়ুজনিত রোগ হতে পারে, যা অতিরিক্ত সেবনে হাঁটাচলায় সমস্যা সৃষ্টি করে।
• সুতরাং আমিষের পরিমাণের দিক থেকে শুটকি মাছই সবচেয়ে সমৃদ্ধ উৎস।
0
Updated: 6 hours ago
আমিষের গঠন একক কোনটি?
Created: 1 month ago
A
নাইট্রোজেন
B
অ্যামাইনো অ্যাসিড
C
কার্বন
D
ম্যালিক এসিড
আমিষ বা প্রোটিন সম্পর্কিত তথ্য整理 করা হলো।
-
গঠন উপাদান: কার্বন (C), হাইড্রোজেন (H₂), অক্সিজেন (O₂) এবং নাইট্রোজেন (N₂)
-
নাইট্রোজেনের অংশ: আমিষে ১৬% নাইট্রোজেন থাকে
-
গঠন একক: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়
-
একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে পলিপেপটাইড এবং পরিশেষে প্রোটিন গঠিত হয়
-
প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ৮টি অ্যামাইনো অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়
-
উৎস অনুসারে আমিষ:
-
প্রাণিজ আমিষ
-
উদ্ভিজ্জ আমিষ
-
-
আমিষের কাজ:
-
দেহের কোষ ও পেশি গঠন
-
ক্ষয়পূরণ
-
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
-
দেহকে এডিমা (শরীরে পানি জমা) হতে রক্ষা
-
0
Updated: 1 month ago