FAO এর সদর দপ্তর কোথায়?
A
নিউইয়র্ক
B
ম্যানিলা
C
রোম
D
জেনেভা
উত্তরের বিবরণ
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা ও কৃষি উন্নয়নে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হলো FAO (Food and Agriculture Organization)। এটি কৃষি, বন ও মৎস্যসম্পদ উন্নয়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসে কাজ করে যাচ্ছে।
• FAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে, এবং পরের বছর অর্থাৎ ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
• সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত, যা বৈশ্বিক কৃষি ও খাদ্যনীতির কেন্দ্র হিসেবে কাজ করে।
• এর প্রধান লক্ষ্য হলো বিশ্ব থেকে ক্ষুধা নির্মূল, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা।
• উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সদর দপ্তরও রোমেই অবস্থিত, যা FAO-এর সঙ্গে সমন্বয়ে কাজ করে গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করে।
0
Updated: 6 hours ago
Food and Agricultural Organisation-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 months ago
A
রোম
B
জেনেভা
C
ব্যাংকক
D
প্যারিস
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদর দপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
FAO সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
-
পূর্ণ নাম: Food and Agriculture Organization।
-
প্রতিষ্ঠিত: ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে।
-
সদর দপ্তর: রোম, ইতালি।
-
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত: ১৯৪৬ সালে।
-
সদস্য দেশ ও সংগঠন: বর্তমানে ১৯৪টি দেশসহ ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত।
-
বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (Qu Dongyu)।
-
প্রধান লক্ষ্য: বিশ্বব্যাপী ক্ষুধামুক্তি নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনমান উন্নয়ন করা।
বাংলাদেশ FAO-র সদস্যপদ অর্জন করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
তথ্যসূত্র: FAO-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
FAO – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
জেনেভা
B
রোম
C
প্যারিস
D
নিউইয়র্ক
FAO হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বিশ্বব্যাপী ক্ষুধা নিরসন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে। এটি কৃষি, বন, মৎস্য এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের উন্নয়নে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় সাধন করে। FAO-এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত, যেখানে থেকে এটি তার আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনা করে।
0
Updated: 3 weeks ago
বাংলাদেশ কত সালে FAO এর সদস্যপদ লাভ করে?
Created: 2 months ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (আগস্ট, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (আগস্ট, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।
0
Updated: 2 months ago